কোচবিহার, 8মে: মেখলিগঞ্জে কর্মহীন নব্য ভারতীয়দের পাশে দাঁড়ালেন চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী ৷ টানা লকডাউনে কর্মহীন হয়ে পড়েন কোচবিহারের মেখলিগঞ্জের অস্থায়ী শিবিরের নব্য ভারতীয়রা ৷ 2015 সালে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পর ভারতের নাগরিকত্ব নিয়ে মেখলিগঞ্জের ভোটবাড়িতে এক অস্থায়ী শিবিরে রয়েছেন 46টি পরিবার ৷ এখানকার নব্য ভারতীয় বাসিন্দারা পেশায় অধিকাংশ দিনমজুর ,কেউ বা টোটো চালক, কেউ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন ৷ কোরোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে বাসিন্দারা কর্মহীন হয়ে পড়েন ৷ তাঁদের সাহায্যার্থে এগিয়ে এলেন পরেশ চন্দ্র অধিকারী । তাঁদের হাতে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী ।
কোচবিহারে নব্যভারতীয়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি - কোচবিহার
লকডাউনের কারণে গৃহবন্দী হয়ে পড়েন অস্থায়ী শিবিরের বাসিন্দারা ৷ কিছু পরিবার চরম খাদ্য সংকটে পড়ে গেছে । সরকারিভাবে রেশনের চাল-আটা মিললেও তা পর্যাপ্ত নয় ৷ খাদ্য সমস্যার বিষয়টি তুলে ধরা হয় ETV ভারতে ৷ এরপরেই চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী তাঁদেরকে সাহায্য করতে উদ্যোগী হন ।
লকডাউনের কারণে ঘরবন্দী হয়ে পড়েন অস্থায়ী শিবিরের বাসিন্দারা ৷ কিছু পরিবার চরম খাদ্য সংকটে পড়ে গেছেন । সরকারিভাবে রেশনের চাল-আটা মিললেও তা পর্যাপ্ত নয় ৷ খাদ্য সমস্যার বিষয়টি তুলে ধরা হয় ETV ভারতে ৷ এরপরেই চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী গতকাল অস্থায়ী শিবিরের নব্য ভারতীয় বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ৷ 2015 সালে এখানে 46টি পরিবার থাকলেও গত পাঁচ বছরের পরিবার সংখ্যা বেড়ে গেছে । গতকাল 56টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ৷ খাদ্য সমস্যা হলে আবারও বাসিন্দাদের সাহায্যের আশ্বাস দেন পরেশবাবু ৷
বাসিন্দাদের মধ্যে নারায়ণ রায় ,বিশ্বজিৎ রায় জানান, লকডাউনে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন । রয়েছেন খাদ্য সমস্যায় । ত্রাণ পেয়ে খুশি তাঁরা । এই বিষয়ে পরেশ চন্দ্র অধিকারী জানান, নব্য ভারতীয়রা লকডাউনের জেরে কর্মহীন হয়ে সমস্যায় পড়েছেন । তাই ব্যক্তিগত উদ্যোগে শিবিরের সব পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে । পরবর্তীতে খাবারের সমস্যা হলে তাঁকে জানানোর কথা বলেন । এছাড়াও পরিবারগুলির খোঁজখবর নেবেন বলেও জানান ।