পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ - Dinhata Trinamool MLA covid 19 positive

রবিবার কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং-র শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে। তার ঠিক একদিন পরই গতকাল দিনহাটা পৌরসভার প্রশাসক তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-র কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

Udayan Guha covid 19 positive
Udayan Guha covid 19 positive

By

Published : Jul 22, 2020, 4:35 AM IST

কোরোনায় আক্রান্ত দিনহাটার তৃণমূল বিধায়কউদয়ন গুহ

কোচবিহার, 22জুলাই : এবার দিনহাটা পৌরসভার প্রশাসক তথা তৃণমূল বিধায়ক উদয়নগুহ-র শরীরে ধরা পড়ল কোরোনা সংক্রমণ ৷ গতকাল রাতে কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগেতার কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসে পৌঁছায়। চিকিৎসার জন্য আজ তাঁকে শিলিগুড়ি নিয়েযাওয়া হবে।

উদয়ন গুহ বলেন,"কোনও উপসর্গ না থাকলেও কয়েকদিন আগেসোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন । আজ রাতে সেই রিপোর্ট পজ়িটিভএসেছে।"

গতকাল রাত পর্যন্ত কোচবিহার জেলায়419জন কোরোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে অধিকাংশই ভিনরাজ্য থেকে ফেরত শ্রমিক। ইতিমধ্যেই366জন সুস্থ হয়েবাড়ি ফিরেছেন । গতকাল নতুন করে23জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । বর্তমানে জেলায়53জন কোরোনায় আক্রন্ত ব্যক্তিচিকিৎসাধীন ।

রবিবার রাতে কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং-র শরীরে কোরোনাসংক্রমণ ধরা পড়ে। সোমবার সকালে তাঁকে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে ভরতিকরা হয়। তারপরই গতকাল দিনহাটা পৌরসভার প্রশাসক তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-রকোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details