দিনহাটা, ১১ জুন: বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহর হারের জেরে ১৩ জন তৃণমূল নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হল । শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের ব্লক সভাপতি বিষ্ণুকুমার সরকার বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের বেশকিছু নেতা-কর্মী দলবিরোধী কাজ করেছেন । যার ফলে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে হারতে হয়েছে ।’’ দলবিরোধী কাজ করার জন্য দুই পঞ্চায়েত সমিতির সদস্য-সহ ১৩ জনকে বহিষ্কার করা হল । আগামীতে দেখা হবে যদি কেউ আরও এই ধরনের দলবিরোধী কাজে জড়িয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে । দিনহাটা-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের । দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ এবং কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবীরের মধ্যেই লড়াই দীর্ঘদিনের ।
বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতৃত্বের নির্দেশে গোষ্ঠীকোন্দল কিছুটা কমলেও দলের বহু নেতা-কর্মী দলবিরোধী কাজ করেন । আর যার ফলে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে পরাজিত হন ।