পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড বিধিকে বুড়ো আঙুল, দিনহাটায় মানুষের ভিড়ে যানজট - কোচবিহারের খবর

কোভিড বিধির তোয়াক্কা না-করেই দিনহাটার রাস্তায় ভিড় জমাচ্ছেন মানুষজন ৷ রীতিমতো যানজটের সৃষ্টি হচ্ছে ৷ তাতেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে ৷

dinhata people violating covid rules
কোভিড বিধিকে বুড়ো আঙুল, দিনহাটায় মানুষের ভিড়ে যানজট

By

Published : May 11, 2021, 12:29 PM IST

কোচবিহার, 11 মে:করোনা পরিস্থিতিতে সরকারি তরফে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হলেও ভিড় কমার কোনও লক্ষণই নেই দিনহাটার রাস্তাঘাটে । এক সঙ্গে এত মানুষ বেরিয়ে পড়ছেন যে দিনহাটা শহরের বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে । আর এতেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে ভুগছেন বাসিন্দারা । বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রশাসন কার্যত রাস্তায় না-নামায় প্রয়োজনে, অপ্রয়োজনে মানুষ রাস্তায় বেরোচ্ছে । ফলে যানজটের সৃষ্টি হচ্ছে ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে । প্রতিদিনই গড়ে 200-র বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন । আর এঁদের একটি বড় অংশ দিনহাটার বাসিন্দা । বর্তমানে দিনহাটা শহরে সংক্রামিতের সংখ্যা 149 জন । এই পরিস্থিতিতে সরকারি তরফে বাজার ও রাস্তাঘাটে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হলেও অধিকাংশ মানুষ তা মানছেন না । সকাল হলেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন সবাই ।

আরও পড়ুন:কোভিডের ঝুঁকি বেশি এবি এবং বি রক্তের গ্রুপের মানুষদের ! কাদের ঝুঁকি কম ?

এ ছাড়া সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত দোকানপাট খোলা থাকার কথা থাকলেও বহু দোকানপাট দিনভর খোলা থাকছে বলে অভিযোগ । যদিও গোটা বিষয়টি নিয়ে দিনহাটার মহকুমাশাসক হিমাদ্রি সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details