দিনহাটা, 22 মার্চ : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ব্লক সভাপতির গাড়ি ভাঙচুর ৷ ঘটনায় আহত দু‘জন ৷ ঘটনাটি দিনহাটা 1নং ব্লকের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতে ৷ এদিন বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধেই অনাস্থা সভা ছিল ৷ সেখানে যখন তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় বর্মন যাচ্ছিলেন, সেসময় ব্রিজের উপরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে । ঘটনায় সঞ্জয় বর্মন-সহ দু‘জন জখম হয়েছেন । তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে (Attack On TMC Block President) ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই আক্রমণ বলে মনে করছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷
Attack On TMC Block President : দলীয় প্রধানের বিরুদ্ধেই অনাস্থা, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দিনহাটায় আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি - শৌলমারি গ্রাম পঞ্চায়েতে
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গ্রাম পঞ্চায়েতের তলবিসভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটায় । তৃণমূলের ব্লক সভাপতির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে (Attack On TMC Block President)। ঘটনায় ব্লক সভাপতি সঞ্জয় বর্মন-সহ দু‘জন জখম হয়েছেন ৷
তৃণমূলের কোচবিহার জেলা সম্পাদক মোশারফ হোসেন এ বিষয়ে বলেন, "এদিন অনাস্থা আটকাতে যখন ব্লক সভাপতি যাচ্ছিলেন তখন কিছু দুষ্কৃতী তার ওপর হামলা চালায় ।" এদিকে জেলার নেতৃত্বে নির্দেশ উপেক্ষা করেই বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ হয়।
সভা শেষে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উপেন্দ্রনাথ বর্মন বলেন, "গ্রাম পঞ্চায়েত প্রধান দীর্ঘদিন ধরেই দুর্নীতির সঙ্গে জড়িত । গোটা ঘটনা ব্লক সভাপতি থেকে এলাকার বিধায়ককে জানানো হয়েছে । কোনও কাজ হয়নি তাই এদিন অনাস্থার মধ্য দিয়ে প্রধান অপসারণ করা হল।" গোটা ঘটনায় কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "যারা অনাস্থা এনেছে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"