কোচবিহার, 24 ফেব্রুয়ারি: সবে তো নাম আসতে শুরু করেছে। আরও অনেকের নাম আসবে (Dilip Ghosh on Recruitment Scam)। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সিবিআই তদন্ত করে সবটা বের করবে । নিয়োগ দুর্নীতিতে কুন্তলের মুখে রহস্যময়ী নারীর নাম উঠে আসা প্রসঙ্গেএমনটা জানালেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ । বৃহস্পতিবার কোচবিহারের একটি সভায় যোগ দিতে গিয়ে দুর্নীতি ইস্যুতে এভাবেই বিঁধলেন শাসকদলকে ৷
এই সভাতেই তিনি জানান, বিজেপি তো বঙ্গভঙ্গ চায়নি । উত্তরবঙ্গে দীর্ঘদিন উন্নয়ন হয়নি । বঞ্চনা হয়েছে । তাই প্রতিবাদ করছে । আর প্রতিবাদ করলে বিচ্ছন্নতাবাদীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে । পাশাপাশি, বেহালায় শিশুদের মাঠের জমি বেদখল প্রসঙ্গে দিলাপ ঘোষ উল্লেখ করেন ওরা যেখানে পারছে জমি দখল করছে । অন্য একটি প্রসঙ্গে ডিএ নিয়ে কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, " রাজ্য সরকারের ডিএ দেওয়ার ইচ্ছা নেই । কতটা দিতে পারবে তা নিয়ে আলোচনা করুন । কিন্তু ওদের দেওয়ার ইচ্ছাই নেই । তাই বাজেটে মন্ত্রীকে চিরকুট লিখে ডিএ ঘোষণা করতে হচ্ছে ।"