কোচবিহার, 23 ফেব্রুয়ারি: বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Slams Oppositions on BBC Documentary) ৷ বৃহস্পতিবার তিনি বলেছেন, "যাঁরা বিবিসি-র তথ্যচিত্র দেখাচ্ছেন, তাঁরা দেশদ্রোহী ।" এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে আসেন মেদিনীপুরের সাংসদ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷
এদিন কোচবিহার সুকান্ত মঞ্চে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাছাই করা কর্মীদের নিয়ে বৈঠক করে বিজেপি (BJP) ৷ সেই বৈঠকেই যোগ দেন দিলীপ ঘোষ বৈঠক সেরে বেরিয়ে একাধিক ইস্যুতে তিনি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যে একটাই শিল্প, সেটা বোমা শিল্প । আর সেই বোমার আঘাতে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটছে । আর এই বোমা দিয়েই এবারে পঞ্চায়েত নির্বাচন পার করতে চাইছে তৃণমূল ।’’
বুধবার মেঘালয়ের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছিলেন যে 2024 সালের নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘এর আগে 2019 সালের নির্বাচনের সময়ে বলেছিলেন মোদি হঠে যাবে । তখন দেখা গিয়েছে বিরোধীরা সবাই হঠে গিয়েছে ৷’’