কোচবিহার, 11 ফেব্রুয়ারি : ডেঙ্গি, জাপানিজ় এনসেফ্যালাইটিসের মতো পতঙ্গবাহিত রোগ মোকাবিলায় কাজ শুরু করেছে জেলা স্বাস্থ্যবিভাগ ৷ ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু করা হয়েছে ৷ বিভিন্ন এলাকায় জঙ্গল পরিষ্কার থেকে শুরু করে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ জেলা সদর থেকে মহকুমা, ব্লক কিংবা গ্রাম পঞ্চায়েত স্তরে ভেক্টর কন্ট্রোল টিমকে নামিয়ে এই কাজ করা হবে ৷
প্রতিবছর পতঙ্গবাহিত রোগ মোকাবিলায় স্বাস্থ্যবিভাগের কাজ শুরু করতে অনেকটা দেরি হয়ে যায় । তাই এবার আগেভাগেই মোকাবিলায় নেমেছে স্বাস্থ্যবিভাগ ৷ কোচবিহার জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, 2013 সালে কোচবিহার জেলায় ডেঙ্গি রোগীর দেখা মেলেনি । তবে 2014 সালে চারজনের রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া যায় । 2015 সালে 19 জন, 2016 সালে 29 জন, 2017 সালে 223 জনের রক্তে ডেঙ্গির জীবাণু মেলে । 2018 সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় 64-তে । এরপর 2019 সালে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায় । কোচবিহার জেলায় গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 539 জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে । তবে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি ৷