কোচবিহার, 2 সেপ্টেম্বর : টোল গেটে কাজের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা । 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা । তুফানগঞ্জের দেওচড়াই এলাকার ঘটনা । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
টোল গেটের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ - demonstration against rabindranath ghosh at Deocharai of tufanganj
তুফানগঞ্জের দেওচড়াইয়ের বাসিন্দাদের অভিযোগ, 2015 সালে তাঁদের কাছ থেকে টোল গেটের জন্য জমি নেয় সরকার । কিন্তু তার পরিবর্তে চাকরি পাননি তাঁরা ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2015 সালে দেওচড়াই এলাকায় টোল গেট তৈরির জন্য জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় প্রশাসনের তরফে । পাশাপাশি পরিবারের উপযুক্ত ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল । কিন্তু টোল গেট যখন তৈরি হয় তখন যাঁদের জমি অধিগ্রহণ হয়নি তাঁদের চাকরি দেওয়া হয় বলে অভিযোগ । এই বিষয়ে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে জানাতে যান তাঁরা । কিন্তু মন্ত্রী কথা না বলে তাঁর ছেলে পঙ্কজ ঘোষ কথা বলেছিলেন বলে অভিযোগ । এমনকী তাঁদের স্থানীয় নেতৃত্বের সঙ্গেও কথা বলতে বলা হয় । অভিযোগ, স্থানীয় নেতৃত্বও সমস্যার সমাধান করতে পারেননি । পবিত্র দাস নামে এক বাসিন্দা বলেন, "আজ টোল গেটের উদ্বোধন হয়েছে । আমরা এখনও চাকরি পাইনি । তাই বিক্ষোভ দেখাচ্ছি ।"
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "জমিদাতাদের মধ্যে চারজনের নাম দিয়েছে বুথ কমিটি । কিন্তু চাকরির জন্য কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে । কিন্তু অনেকেই মাধ্যমিক পাশ না করেই চাকরির দাবি জানিয়েছেন । আমি আগামীকাল সকাল ১০টা নাগাদ এসে তাঁদের সঙ্গে কথা বলব ।" স্বজনপোষণের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন তিনি । বলেন, "কেউ উসকানি দিয়েছে । এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প । রাজ্য সরকারের কিছু করার নেই । জমিদাতারা টাকা পেয়ে গেছেন ।"