কোচবিহার, 25 মে: আধুনিক যুগে অনেক ঘরেই বউমাষষ্ঠী পালিত হয় ৷ তবে মেখলিগঞ্জের ঘটনাটা একটু অন্যরকম ৷ হবু বউমা ভেবেই এক যুবতীকে যত্ন-আত্যি করছেন এক দম্পতি ৷ তাঁদের ছেলেকে বিয়ের করার দাবিতে প্রায় দেড় মাস ধরে তাঁদের বাড়িতে ধর্না দিয়ে রয়েছেন তাঁর প্রেমিকা ৷ তবে তাঁর হাত থেকে বাঁচতে সেই যুবক সে দিন থেকেই বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন ৷ তাঁর খোঁজে থানায় মিসিং ডায়েরি করেছেন তাঁর বাবা-মা ৷ এমনকী ছেলেকে কেউ খুঁজে দিলে পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন ৷ তবে এখনও ছেলে বেপাত্তা ৷ তাই ছেলেকে না পেয়ে আপাতত তাঁর প্রেমিকাকেই হবু বউমা ভেবে নিয়ে নিজের বাড়িতে রেখেছেন ওই দম্পতি ৷
মেখলিগঞ্জ থানা এলাকার চ্যাংরাবান্ধা দেবী কলোনি এলাকার ঘটনা । জামাইষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে আদরযত্নে কাটে জামাইয়ের ৷ তবে দেবী কলোনির বাসিন্দা সুবল বৈরাগী ও তাঁর স্ত্রী আজকের দিনে আপ্যায়ন করছেন ধুপগুড়ির যুবতী বান্টি বসাককে ৷ কেন ? তাঁদের ছেলেকে বিয়ে করতে চেয়ে 9 এপ্রিল থেকে এই যুবতীই তাঁদের বাড়িতে ধরনায় বসেছেন ৷ তবে তিনি যাঁর সঙ্গে বিয়ে করতে চান, সেই সুব্রত বৈরাগী সে দিন থেকেই বেপাত্তা ৷ প্রেমিকার ধরনায় বসার খবর পেয়েই প্রেমিক আর বাড়িতে ফেরেননি ।
গত 9 এপ্রিল রাতে বাবার সঙ্গে তাঁর ফোনে কথা হয় ৷ তিনি বাড়ি ফিরছেন বলে জানালেও, আর তাঁর মুখ দেখা যায়নি ৷ প্রেমিকাকে বিয়ে করার ভয়ে তিনি আর বাড়ি ফিরছেন না বলে মনে করা হচ্ছে ৷ এ দিকে, ছেলে বাড়ি না ফেরায় মেখলিগঞ্জ থানার দ্বারস্থ হন সুব্রতর বাবা সুবল বৈরাগী । দেড় মাস ধরে ছেলের অপেক্ষায় রয়েছে বৈরাগী পরিবার ৷ এরই মধ্যে সেখানে ধরনায় অনড় ওই যুবতীও ৷ তাই তাঁকেই হবু বউমা ধরে নিয়ে দেড় মাস ধরে তাঁর খাওয়া-পরা চালাচ্ছেন সুবল বৈরাগী ও তাঁর স্ত্রী ৷ ওই যুবতী যেন এখন সে বাড়িরই মেয়ে ৷ হবু শ্বশুর-শাশুড়িকে রান্না করেও খাওয়াচ্ছেন বান্টি ।