কোচবিহার, 21 মে : 2019 মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস, প্রাপ্ত নম্বর 694 । যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কোচবিহারের দেবস্মিতা সাহা ও আলিপুরদুয়ারের শ্রেয়সী পাল । তাদের প্রাপ্ত নম্বর 691 ।
মাধ্যমিকে দ্বিতীয় দেবস্মিতার পছন্দের গায়ক অরিজিৎ - result
2019 মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কোচবিহারের দেবস্মিতা সাহা ও আলিপুরদুয়ারের শ্রেয়সী পাল । তাদের প্রাপ্ত নম্বর 691 । ফলাফল প্রকাশের পর ETV ভারতের কাছে একান্ত সাক্ষাৎকারে অনেক প্রশ্নের উত্তর দিল দেবস্মিতা ।
দেবস্মিতা সাহা
ফলাফল প্রকাশের পর ETV ভারতের কাছে একান্ত সাক্ষাৎকারে অনেক প্রশ্নের উত্তর দিল দেবস্মিতা ।
- প্রশ্ন : মাধ্যমিকে দ্বিতীয় স্থান । কেমন লাগছে ?
- উত্তর : খুবই ভালো লাগছে । ভেবেছিলাম পরের দিকে থাকব । কিন্তু ভাবিনি দ্বিতীয় হব ।
- প্রশ্ন : পড়াশোনা কীভাবে করতে ?
- উত্তর : সময় ধরে পড়তাম না । যখন ইচ্ছে করত তখনই পড়তাম ।
- প্রশ্ন : কতজন গৃহশিক্ষক ছিলেন ?
- উত্তর : নয়-দশজন ছিলেন ।
- প্রশ্ন : পড়াশোনার বাইরে কী কী করতে ?
- উত্তর : পড়াশোনার বাইরে গান শুনতাম । অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়ের গান খুব পছন্দ । এছাড়া ছবি আঁকতাম । TV দেখতাম ।
- প্রশ্ন : ভবিষ্যতের পরিকল্পনা কী ?
- উত্তর : আপাতত বিজ্ঞান নিয়ে পড়ব । পরে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে ।
- প্রশ্ন : হঠাৎ ডাক্তার হওয়ার ইচ্ছে কেন ?
- উত্তর : আমার বাবা, মা দু'জনেই হাসপাতালের সঙ্গে যুক্ত । তাই ছোটোবেলা থেকেই এই ইচ্ছে ছিল ।
- প্রশ্ন : আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কী বার্তা দেবেন ?
- উত্তর : যতটুকু পড়বে মনোযোগ দিয়ে পড় । বেশি চিন্তা করে লাভ নেই ।
- প্রশ্ন : এত ভালো ফল । কার থেকে অনুপ্রেরণা পেয়েছ ?
- উত্তর : আমার বাবার থেকে । আমার বাবা মাধ্যমিকে সাব ডিভিশনে দ্বিতীয় হয়েছিল । আমার দাদামণি, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ক্লাসের বন্ধুরাও আমাকে খুব সাহায্য করেছে ।
Last Updated : May 21, 2019, 2:11 PM IST