কোচবিহার, 23 এপ্রিল: বিহার থেকে দিনহাটায় নিজের বাড়িতে ফেরার পথে এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালে দিনহাটা-2 ব্লকের কালমাটি এলাকায় । বামনহাট হাসপাতালে গেলে চিকিৎসকরা ফিরিয়ে দেয় বলে অভিযোগ । এরপর মহিলার ছেলে দেহ বাড়ি নিয়ে যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
দিনহাটা-2 ব্লকের কালমাটি এলাকার ওই মহিলা বিহারে কাজে গিয়েছিলেন । লকডাউনের মাঝে সেখানেই অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে দিনহাটার বাড়িতে তাঁকে নিয়ে আসা হচ্ছিল । আজ দিনহাটায় ঢোকার কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সেই ওই মহিলার মৃত্যু হয় । সঙ্গে সঙ্গে তাঁর ছেলে মৃতদেহ বামনহাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা না দেখেই ফিরিয়ে দেন বলে অভিযোগ । এরপর মৃত মহিলার দেহ বাড়িতে নিয়ে আসা হলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ।
বিহার থেকে দিনহাটায় ফেরার পথে মৃত্যু অসুস্থ মহিলার - Dinhata
দিনহাটা-2 ব্লকের কালমাটি এলাকার এক মহিলা ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন । লকডাউনের মাঝে অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সে বাড়িতে নিয়ে আসা হচ্ছিল । কিন্তু, দিনহাটায় ঢোকার কিছুক্ষণ আগেই তাঁর মৃত্যু হয় ।
ভিনরাজ্য থেকে ফেরা অসুস্থ মহিলার মৃত্যুতে চাঞ্চল্য দিনহাটায়
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ফের হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে পরীক্ষার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । তবে চিকিৎসকদের দাবি, ওই মহিলার কোরোনার উপসর্গ ছিল না । সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে বলেই তাদের ধারণা ।