পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কফিনবন্দি হয়ে ফিরল কোচবিহারের পরিযায়ী শ্রমিক - কোচবিহার

গুজরাতের আহমেদাবাদে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছিল সে । দিনকয়েক পর পেটের সমস্যায় ভুগতে শুরু করে । 7 জুন স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় লিটন বর্মনের ।

death of a migrant worker from coochbehar in ahmedabad
কফিনবন্দি হয়ে ফিরল কোচবিহারের পরিযায়ী শ্রমিক

By

Published : Jun 11, 2021, 11:05 AM IST

কোচবিহার, 11 জুন : করোনা পরিস্থিতির মধ্যে রাজ্য জুড়ে কার্যত লকডাউন । এই পরিস্থিতিতে সংসারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ভিন রাজ্যে পাড়ি দেন একাদশ শ্রেণির পড়ুয়া লিটন বর্মন (18) । কাজের খোঁজে আহমেদাবাদে একটি প্লাস্টিক কোম্পানিতে তাঁর দাদার সঙ্গে যান । কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে । জানা গিয়েছে , পেটের সমস্যা দেখা দেয় তার । এরপর স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় লিটনের ।

লিটন বর্মনের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুরী গ্রাম পঞ্চায়েত এলাকার কালিরহাটে । স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেনিতে পড়াশুনা করত । স্কুল বন্ধ থাকায় অভাবের সংসারের হাল ধরতে 10 দিন আগে ভিন রাজ্যে পাড়ি দেয় লিটন বর্মন । জানা গিয়েছে, গুজরাতের আহমেদাবাদে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছিল সে । দিন কয়েক পর পেটের সমস্যায় ভুগতে শুরু করে । 7 জুন স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় লিটন বর্মনের । ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে সে বাড়ি ফিরল ঠিকই, তবে কফিনবন্দি হয়ে ।

আরও পড়ুন : ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ায় আত্মঘাতী, দাবি পরিবারের

এরপর বৃহস্পতিবার তার সেই কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া । লিটনের দাদা রাহুল বর্মন জানান, আমেদাবাদে কাজে গিয়েছিলেন তাঁরা । ভাই অসুস্থ হয়ে যায় । বমি করছিল । পেট খারাপ হয়েছিল তার । তবে সম্পূর্ণ ডাক্তারি রিপোর্ট আসেনি ।"

ABOUT THE AUTHOR

...view details