মাথাভাঙা, 19 মার্চ :কলা চুরি রুখতে বাগানে বিদ্য়ুতের তার ফেলে রাখতেন মালিক ৷ আর তার জেরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের ৷ কোচবিহারের মাথাভাঙার এই ঘটনায় যথেষ্ট উত্তজেনা ছড়ায় এলাকায় ৷ ঘটনাটি মাথাভাঙা-২ ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মুকুলডাঙ্গা গ্রামে (Death In Cooch Behar) । একজনের মৃত্যু ছাড়াও আরও দু'জন আহত হয়ে কোচবিহার মেডিক্যালে চিকিৎসাধীন ।
মাথাভাঙা-২ ব্লকের পশ্চিম মুকুলডাঙ্গা এলাকার বাসিন্দা মঙ্গলদীপ দে জমিতে কলার চাষ করেন । কলা যাতে চুরি না হয় সেই কারণে কলাবাগানে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন বলে অভিযোগ স্থানীয়দের । আর সেই তারেই শনিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয় মজিবুল মিঞা (45 । তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে রমানাথ বর্মন (40) ও ধনেশ বর্মন (45) । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুল মিঞাকে মৃত বলে ঘোষণা করেন । আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে ।