পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতলকুচিতে উদ্ধার মৃতদেহ, আটক 1 - খুন

শীতলকুচিতে মটি খুঁড়ে উদ্ধার ইটভাটা শ্রমিকের দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান খুন করে দেহ পুঁতে দেওয়া হয়েছিল ৷ এক জনকে আটক করেছে শীতলকুচি থানার পুলিশ৷

শ্রমিক

By

Published : Oct 20, 2019, 6:13 PM IST

কোচবিহার, 20 অক্টোবর : কোচবিহারের শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি গ্রামের ন্যালেরবাড়ি এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হল এক ব্যক্তির দেহ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কয়েকজন গ্রামবাসী কুঠামারা নদীর পাড়ে রক্ত এবং আলগা মাটি দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে তারা খবর পাঠান শীতলকুচি থানায়৷

দেখুন ভিডিয়ো

পুলিশ এসে মাটি খুঁড়ে একটি মৃতদেহ উদ্ধার করে । স্থানীয়রা মৃত ব্যক্তিকে শনাক্ত করেন । তাঁর নাম বাবু বর্মণ । তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন । পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুন করে মাটি চাপা দেওয়া হয়েছিল । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details