কোচবিহার, 8 মার্চ : মেয়ের মাধ্যমিক পরীক্ষা জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছেন ৷ এরপরই ঘটল বিপত্তি । এমনটা যে হতে পারে সেটা ভাবতেও পারেনি কেউ । পথ দুর্ঘটনায় প্রাণ গেল সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম মনোরঞ্জন রায় (CRPF Jawan Died in a Road Accident in Cooch Behar) । আধা সামরিক বাহিনীর এই জওয়ান আপাতত মধ্যপ্রদেশের ইন্দোরে কর্মরত ছিলেন।
গত শুক্রবার পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। দীর্ঘ চিকিৎসার পর সোমবার রাতে জওয়ানের মৃত্যু হয় শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে । তাঁর বাড়ি মেখলিগঞ্জের 125 খরখরিয়ায় । মেয়ের মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরে কর্তব্যরত ওই জওয়ান । ঠিক সেসময় ঘটে গেল এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ।
জানা গিয়েছে, মেয়ের মাধ্যমিক পরীক্ষা থাকায় ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন ওই জওয়ান (Cooch Behar News) ৷ গত শুক্রবার মেখলিগঞ্জে স্কুটিতে করে স্ত্রী-কে সঙ্গে নিয়ে বাইরে যান ৷ সেসময় মেখলিগঞ্জের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে পরিবার ৷ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ও তাঁর স্ত্রী স্কুটি থেকে পড়ে যান। স্থনীয়রা তাদের উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান । স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও আঘাত গুরুতর হওয়ায় মনোরঞ্জনকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ।