পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

200 পরিবার নিয়ে বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে - Cooch Behar

কোচবিহারে একমাত্র বামেদের বোর্ড BJP-তে । গ্রাম পঞ্চায়েত প্রধান সহ 200টি পরিবার যোগ দিল BJP-তে ।

বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে

By

Published : Jul 14, 2019, 10:48 PM IST

Updated : Jul 15, 2019, 11:55 PM IST

কোচবিহার, 14 জুলাই : কোচবিহারের একমাত্র মেখলিগঞ্জ ব্লকের নিজ তরফ গ্রামপঞ্চায়েত ছিল বামেদের দখলে । সেই গ্রাম পঞ্চায়েতও এবার হাতছাড়া হতে চলেছে বামেদের । আজ গ্রামপঞ্চায়েত প্রধান সুনীল রায় দলবল নিয়ে বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন । মেখলিগঞ্জের ভোটবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে BJP-তে যোগ দেন সুনীলবাবু । তার সঙ্গে ওই পঞ্চায়েতের 200টি পরিবার BJP-তে যোগ দিয়েছে । তাঁদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন BJP-র মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল সভাপতি দধিরাম রায় । এই সংক্রান্ত একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

200 পরিবার নিয়ে বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে

উল্লেখ্য , গত পঞ্চায়েত নির্বাচনের নিজ তরফ গ্রাম পঞ্চায়েতের মোট 9 টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একটি করে আসনে জয়ী হয় । সারা ভারত ফরোয়ার্ড ব্লক 3টি , CPI(M) 2টি ,এবং BJP 2টি আসন জয়লাভ করে ।

200 পরিবার নিয়ে বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে : দেখুন ভিডিয়ো

গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে বামফ্রন্ট । প্রধান হন সুনীল রায় । সুনীল রায় বামফ্রন্টের সারাভারত ফরোয়ার্ড ব্লকের টিকিটে লড়াই করে জয়ী হয়েছিলেন । সুনীলবাবু বলেন, "BJP- র কাজে উদ্বুদ্ধ হয়েই তিনি আজ বামফ্রন্ট ছেড়ে সঙ্গে BJP-তে যোগ দেন ।" পাশাপাশি তিনি আরও বলেন বর্তমানে যা পরিস্থিতি তাতে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে BJP দরকার আছে বলে তিনি মনে করেন । তাই সদলবলে BJP-তে সামিল হন তিনি ।

BJP-র মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল সভাপতি দধিরাম রায় বলেন,"আজ নিজতরফ গ্রামপঞ্চায়েত প্রধান সুনীল রায় 200টি পরিবারের সদস্যদের নিয়ে BJP-তে যোগ দিয়েছেন ।"ওই গ্রামপঞ্চায়েত এলাকার আরও একাধিক জনপ্রতিনিধি তাঁদের দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন সুনীলবাবু ।

যদিও এপ্রসঙ্গে বামফ্রন্ট নেতা তথা সারাভারত ফরোয়ার্ড ব্লকের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক অজিত বর্মণ বলেন, "এই ধরনের কোনও ঘটনা কথা তার জানা নেই । কে কোন দলে যাবেন সেটা তাদের ব্যাপার ।"

Last Updated : Jul 15, 2019, 11:55 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details