কোচবিহার , 16 মে : ছোটদের জন্য এবার কোভিড ওয়ার্ড খোলা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। সদ্যোজাতদের জন্য নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে করোনা সংক্রামিত প্রসূতিদের সন্তানদের পাশাপাশি সংক্রামিত সদ্যোজাতদের চিকিৎসা করা হবে। চলতি সপ্তাহেই এই ওয়ার্ড চালু হবে বলে স্বাস্থ্য দফতরের কর্তারা জানান।
হাসপাতাল সূত্রে খবর, করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুরা বিক্ষ্মিপ্তভাবে সংক্রামিত হচ্ছেন। তবে তৃতীয় ঢেউয়ে শিশুরাও সংক্রামিত হতে পারে বলে চিকিৎসকদের একাংশের আশঙ্কা। তাই পরিস্থিতি মোকাবিলায় ধীরে ধীরে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের সদ্যোজাতদের জন্য নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে করোনা সংক্রামিত প্রসূতিদের সন্তানদের পাশাপাশি সংক্রামিত সদ্যোজাতদের চিকিৎসা করা হবে। এখানে সাতটি বেডের ব্যবস্থা রয়েছে। চিকিৎসার জন্য এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন, ভেন্টিলেটর, ওয়ার্মার সহ সবধরনের ব্যবস্থা থাকবে ৷