কোচবিহার, 16 এপ্রিল : জেলায় করোনা সংক্রামিতদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় এবার কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডকে কোভিড ওয়ার্ডে রূপান্তরিত করা হল । বৃহস্পতিবার থেকে সেখানে পরিষেবা দেওয়া শুরু হল । পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালে যে কোভিড ওয়ার্ড চালু করা হয়েছিল সেখানে কোভিড আক্রান্ত হয়ে 8 জন ভরতি রয়েছে । এখানে বেড রয়েছে 32 টি ।
গত বছর করোনার প্রাদুর্ভাবের সময় কোচবিহার চকচকা এলাকায় একটি বেসরকারি হাসপাতালকে অধিগ্রহণ করে সেখানে করোনার চিকিৎসা শুরু হয় । সেখানে 110 টি বেড ছিল । কিন্তু কয়েক মাস আগে করোনা নিয়ন্ত্রণে চলে আসে এবং দীর্ঘদিন সংক্রমিতের সংখ্যা শূন্য থাকায় সেই হাসপাতাল মালিক কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়া হয় । কিন্তু আবার নতুন করে করোনার সংক্রমণ বাড়তে থাকায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডকে কোভিড ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে ।