পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা-আতঙ্ক : কোচবিহারে বন্ধ একাধিক পর্যটন-স্থান

বনদপ্তরের তরফে বন্ধ করে দেওয়া হল কোচবিহারের একাধিক পর্যটন স্থান ৷ 31 মার্চ পর্যন্ত এই পর্যটন স্থানগুলি বন্ধ থাকবে ৷

By

Published : Mar 17, 2020, 8:36 PM IST

বন্ধ একাধিক পর্যটন স্থান
বন্ধ একাধিক পর্যটন স্থান

কোচবিহার, 17 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল কোচবিহারের রসিকবিল মিনি জ়ু থেকে খোল্টা ইকো পার্ক, পাতলাখাওয়া থেকে কোচবিহার রাজবাড়ি-উদ্যান । আজ সকাল থেকে ওই পার্কগুলি বন্ধ করে দিয়েছে বনদপ্তর ।

কোচবিহার বনবিভাগের DFO বিমান বিশ্বাস বলেন, "বনদপ্তরের নির্দেশে জেলার সমস্ত পার্ক এবং মিনি জ়ু বন্ধ করে দেওয়া হয়েছে । 31 মার্চ পর্যন্ত সব বন্ধ থাকবে ।" কোচবিহারের তুফানগঞ্জের রসিকবিলে রয়েছে একটি মিনি জ়ু । এখানে প্রতিবছর শীতের মরশুমে হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় । এছাড়া বাঘ, ময়ূর ও হরিণ-সহ বিভিন্ন প্রাণীদের দেখা মেলে । এসব দেখতে প্রতিদিন বহু পর্যটক ঘুরতে আসেন । কিন্তু চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়ায় ক্ষতির মুখে পড়ারও আশঙ্কা করছে কর্তৃপক্ষ ৷

কোচবিহারের খোল্টা ইকোপার্ক, তেকোনিয়া পার্ক, পাতলাখাওয়ায় থাকা রসমতী ওয়াচ টাওয়ারেও ভিড় জমায় পর্যটকরা । এছাড়া কোচবিহার উদ্যান কানন বিভাগের অধীনে রয়েছে কোচবিহার এন এন পার্ক, রাজবাড়ি উদ্যান-সহ একাধিক উদ্যান । এই পর্যটন স্থানগুলিতে প্রতিদিন বহু পর্যটক আসেন । আজ সমস্ত পর্যটন স্থানই বন্ধ করে দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details