মেখলিগঞ্জ, 30 জুলাই: চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ । অভিযুক্ত বাপি কাহিলীকে 20 বছরের জেলের সাজা শোনাল আদালত ৷ পাশাপাশি মেখলিগঞ্জে নাবালিকা ধর্ষণে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । শুক্রবার এই রায়ের কথা ঘোষণা করে মেখলিগঞ্জ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট (Court Sentenced 20 Years of Imprisonment to accused) ।
মেখলিগঞ্জে 2020 সালের 23 জানুয়ারি এগারো বছরের এক নাবালিকা বাপির দোকানের সামনে বান্ধবীদের সঙ্গে খেলছিল । সেইসময় বাপি ওই নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার দোকানে ও পরে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে । বাড়ি ফিরে মাকে ঘটনার কথা জানালে, পরিবারের তরফে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।