পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুদিন ধরে আসছে না নমুনা পরীক্ষার রিপোর্ট, উদ্বেগ কোচবিহারে - কোরোনা পরীক্ষার রিপোর্ট

শুক্রবার 221 ও শনিবার 447 জনের যে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি । রবিবার নতুন করে আরও 405 জনের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে ।

দুদিন ধরে আসছে না নমুনা পরীক্ষার রিপোর্ট, উদ্বেগ কোচবিহারে
দুদিন ধরে আসছে না নমুনা পরীক্ষার রিপোর্ট, উদ্বেগ কোচবিহারে

By

Published : May 17, 2020, 10:15 PM IST

কোচবিহার, 17 মে: দুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার রিপোর্ট না পৌঁছানোয় উদ্বেগ বাড়ছে কোচবিহারে । প্রতিদিন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে । কিন্তু সেখান থেকে রিপোর্ট না আসায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও বিষয়টি নিয়ে কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি ।

কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে যে সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় তা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেলে পরীক্ষার জন‍্য পাঠানো হয় । নমুনা পাঠানোর পরদিনই পরীক্ষার রিপোর্ট চলে আসে । কিন্তু শুক্রবার 221 ও শনিবার 447 জনের যে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি । রবিবার নতুন করে আরও 405 জনের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে । কিন্ত টেস্টের রিপোর্ট না আসায় উদ্বেগ বাড়ছে কোচবিহারের মানুষদের মধ্যে ।

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত 4071 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে 2674 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে । তবে সবকটি নেগেটিভ এসেছে । গত দুদিনের পাঠানো 668 জনের রিপোর্ট না আসায় প্রশ্ন উঠছে । যেহেতু শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেলে উত্তরবঙ্গের 3-4টি জেলার সোয়াবের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়, তাই হয়তো রিপোর্ট আসতে দেরি হচ্ছে বলে মনে করছে কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর ।‌‌

ABOUT THE AUTHOR

...view details