কোচবিহার, ১৪ জানুয়ারি : কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজের নতুন ব্যাচের ডাক্তারি পড়ুয়াদের কোরোনা পরীক্ষা করেই হস্টেলে ঢুকতে হবে। গত বছরের অভিজ্ঞতা থেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাস থেকে নতুন বর্ষের ক্লাস শুরু হবে। তার আগে বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-ছাত্রীদের লালারসের পরীক্ষা করা হবে। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক বলেন, ‘‘ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। যাঁরা কলেজে আসবেন, তাঁরা যেহেতু জেলার বাইরে বিভিন্ন এলাকা থেকে আসবেন। তাই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।’’
কোচবিহার এমজেএন হাসপাতালকে কেন্দ্র করে কোচবিহার মেডিক্যাল কলেজ গড়ে তোলা হয়৷ ছাত্রছাত্রীদের হস্টেল করা হয় যুব আবাসে৷ তার পর পঠন-পাঠন শুরু হয়। পাশাপাশি কৃষিখামারের জমিতে নতুন ক্যাম্পাস গড়ে তোলার কাজ শুরু হয়। সম্প্রতি মেডিক্যাল কলেজের নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে কৃষি খামারের জমিতে। গত 15 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যাম্পাসের উদ্বোধন করেন। সেখানে প্রশাসনিক ভবন তৈরির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য হস্টেলও তৈরি হয়েছে।