পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ ফেরত কোচবিহারের 61 জন ট্রাক চালকের কোরোনা রিপোর্ট নেগেটিভ

চিন্তায় ছিল কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু, 61 জন ট্রাক চালকের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্বিতে তারা।

By

Published : May 20, 2020, 1:38 PM IST

ছবি
ছবি

কোচবিহার, 20 মে : বাংলাদেশে থেকে ফেরা কোচবিহারের 61 জন ট্রাক চালকের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল তাঁদের প্রত্যেকের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ।

4 এপ্রিল কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তের জ়িরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে পাট বীজ বিক্রি করতে গেছিলেন 61 জন ট্রাক চালক । এরপর লকডাউনে সেদেশে আটকে পড়েন তাঁরা । একটানা 38 দিন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আশ্রয় নিয়েছিলেন ওই ট্রাক চালকরা ৷ কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে 12 মে তাঁদের ভারতে নিয়ে আসা হয় ৷ জেলায় ফেরার পর চ্যাংরাবান্ধা ITI কলেজের কোয়ারানটিন সেন্টারে রাখা হয় তাঁদের ৷ এরপর 13 মে তাঁদের লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে ৷ গতকাল তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ আসায় সেন্টার থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ।



অবশেষে ছাড়া পেয়ে খুশি ট্রাক চালকরাও । কার্যত ওই 61 জনকে নিয়ে আতঙ্কেও ছিলেন স্থানীয়রা ৷ সেক্ষত্রে রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্থিতে ট্রাক চালক সহ বাণিজ্যকেন্দ্রের অন্যরাও ।

ABOUT THE AUTHOR

...view details