কোচবিহার, 6 সেপ্টেম্বর: দু'মাস ধরে বেতন না-পেয়ে কাজ বন্ধ করে দিলেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (MJN hospital) কোভিড ওয়ার্ডের (Covid Ward) কর্মীরা । সোমবার দুপুর থেকে 29 জন কর্মী কাজ বন্ধ করে কোভিড ওয়ার্ডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । দু‘-একদিনের মধ্যে টাকা না-দিলে কাজ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ।
কোচবিহার এমজেএন হাসপাতালের কোভিড ওয়ার্ডে 122টি বেড রয়েছে । জেলার বিভিন্ন প্রান্তের সঙ্কটজনক কোভিড রোগীদের সেখানে ভর্তি করা হয় । বর্তমানে এই ওয়ার্ডে 7 জন রোগী ভর্তি রয়েছেন । এই রোগীদের বিভিন্ন পরিষেবা দেন 29 জন কর্মী । কিন্তু গত জুলাই ও অগস্ট মাসের বেতন তাঁরা পাননি ।
আরও পড়ুন:Dilip Ghosh: বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ