কোচবিহার, 21 জানুয়ারি : সংসারের হাল ফেরাতে ভিনরাজ্যে কাজে গেছিলেন ৷ ফেরার কথা ছিল সোমবার ৷ ফিরলেন ৷ তবে কফিনবন্দী হয়ে ৷ গতকাল মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছাল বিশ্বনাথ মণ্ডলের দেহ (33) ৷
বিশ্বনাথের বাড়ি মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকার হাসপাতাল পাড়ায় ৷ মাস ছয়েক আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান ৷ বাড়ি ফেরার জন্য শনিবার বিকেলে ট্রেনে ওঠার কথা ছিল ৷ তার আগে ওইদিন সকালে কাজ যান ৷ তাঁর সহকর্মীরা জানিয়েছেন, বেলা এগারোটা নাগাদ পা পিছলে বহুতলের সাততলা থেকে নিচে পড়ে যান বিশ্বনাথ ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷