কোচবিহার,31 ডিসেম্বর : কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘির আবর্জনা পরিষ্কার করলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান ও মহকুমাশাসক সঞ্জয় পাল । শহরকে পরিচ্ছন্ন রাখতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন তাঁরা ।
বর্ষশেষে কোমরজলে নেমে আবর্জনা পরিষ্কার জেলাশাসক-মহকুমাশাসকের - Coochbehar pond clean
কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি । পানীয় জল হিসাবে আগে তা ব্যবহার করা হতো । বর্তমানে শুভকাজে তার ব্যবহার করা হয় । কিন্তু এখন সেই দিঘির জলে ভাসে থার্মোকল ও প্লাস্টিক । জমে থাকে আবর্জনা । আর আজ তা পরিষ্কার করার কাজে নামলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান ও মহকুমাশাসক সঞ্জয় পাল ।
কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি । প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে চলেছে । পানীয় জলের সংকট মেটাতে এই দিঘি খনন করেছিলেন কোচবিহারের মহারাজারা । যদিও বর্তমানে তা পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় না । তবে শুভকাজে এই দিঘির জল ব্যবহার হয় । পাশাপাশি এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র । শীত পড়তেই হাজির হয় পরিযায়ী পাখি । কিন্তু তারপরেও যথাযথভাবে যত্ন নেওয়া হয় না । পরিচ্ছন্নতার দিকে নজর রাখা হয় না । দিঘির চারপাশে কোচবিহারের বিভিন্ন সরকারি দপ্তর থাকায় প্রতিদিনই বহু মানুষের আসা-যাওয়া লেগেই থাকে । ফলে সাগরদিঘির চারপাশে পড়ে থাকে আবর্জনা । নদীর জলে ভাসে থার্মোকল ও প্লাস্টিকও । সাধারণ মানুষের সচেতনতার অভাবেই বারবার ওই এলাকা নোংরা হচ্ছে বলে অভিযোগ ।
মাঝে মাঝে পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে পরিষ্কার করা হয় এই দিঘি । তবে তা খুব কম । আজ সাগরদিঘির আবর্জনা পরিষ্কারের কাজে নেমে পড়েন জেলাশাসক ও মহকুমাশাসক । এমনকী, মহকুমাশাসক সঞ্জয় পাল রীতিমত দিঘিতে নেমেই পরিষ্কার করতে শুরু করেন । প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা ।