কোচবিহার, 16 এপ্রিল: করোনা সংক্রমিতের হার ক্রমশ বাড়তে থাকায় আজ থেকে আগামী একমাস পর্যন্ত বন্ধ করে দেওয়া হল কোচবিহারের রাজবাড়ি । ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফলে এ দিন রাজবাড়িতে ঘুরতে এসে ফিরে যান বহু পর্যটক ।
করোনা রুখতে রাজবাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা - কোচবিহার রাজবাড়ি
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হল কোচবিহারের রাজবাড়ি ৷ ফিরতে হল পর্যটকদের ৷
কোচবিহার জেলা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কোচবিহার রাজবাড়ি । রাজা না-থাকলেও এই রাজপ্রাসাদের সৌন্দর্যের টানে দেশ বিদেশের বহু পর্যটক সেখানে যান । করোনা পরিস্থিতি শুরুর পর গত বছর 17 মার্চ পর্যটকদের জন্য রাজবাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল । কয়েকমাস বন্ধ থাকার পর ফের তা খোলা হয় । এরপর থেকেই সেখানে ফের পর্যটকরা ভিড় করতে শুরু করেন ।
কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় । তবে সম্প্রতি দেশজুড়ে করোনার সংক্রমণ বেড়েই চলেছে । তার ফলেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল রাজবাড়ি । কোচবিহার রাজবাড়ির অ্যাসিস্ট্যান্ট আর্কিওলজিস্ট চুনচুন কুমার বলেন, করোনার কারণে আগামী একমাস রাজপ্রসাদ বন্ধ থাকবে ।