কোচবিহার, 27 মে : পর্যটক টানতে এবার হেরিটেজ শহর কোচবিহারে হোম-স্টে চালুর পরিকল্পনা কোচবিহার পৌরসভার (Coochbehar Municipality will Starts Home Stay for Tourism Business) ৷ সম্প্রতি কোচবিহার পৌরসভা ও জেলা প্রশাসন হেরিটেজ দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করে ৷ ওই বৈঠকে হোম স্টে পর্যটন চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয় ৷ পৌরসভার কাছে ওই প্রকল্প চালুর জন্য বাড়ির তালিকা চাওয়া হয়েছে ৷ সেই মত পৌরসভা কোচবিহার শহরে হোম স্টে’র যোগ্য বাড়ি খুঁজতে সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ৷
পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, রাজার শহরে পর্যটকদের সুবিধার্থে হোম-স্টে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ কোন কোন বাড়িতে তা চালু করা যেতে পারে ? সে বিষয়ে সমীক্ষা করা হচ্ছে ৷
কোচবিহার শহরে বিশাল এলাকাজুড়ে যেমন সুদৃশ্য রাজপ্রাসাদ রয়েছে ৷ তেমনি রয়েছে শতবর্ষ প্রাচীন মদনমোহন মন্দির ৷ সেই সঙ্গে শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ আমলের বিহু নিদর্শন ৷ দেশ-বিদেশের বহু পর্যটক সেই সব নিদর্শন দেখার জন্য কোচবিহারে আসে ৷ তবে, এখানে যেসব হোটেল রয়েছে ৷ সেগুলি ব্যয়বহুল হওয়ায় অনেকেই কোচবিহারে থাকতে পারেন না ৷ তাই কোচবিহার শহরে পর্যটকদের সুবিধার্থে হোম-স্টে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Bengal Himalayan carnival: উত্তরবঙ্গে শুরু হচ্ছে পর্যটন মেলা, থাকবে বৈকুণ্ঠপুরের রাজার ইতিহাস
প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে রাজ আমলের বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে ৷ সেইসব বাড়ির মালিকরা আগ্রহ দেখালে, তাঁদের ওই প্রকল্পের জন্য অগ্রাধিকার দেওয়া হবে ৷ পাশাপাশি নতুন বাড়িতে প্রয়োজনীয় পরিকাঠামোর মাধ্যমে হোম স্টে চালু করা যেতে পারে ৷ ঘরোয়া পরিবেশে পর্যটকরা যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, সেদিকেই মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ প্রশাসনের মতে এতে আয় যেমন বাড়বে, তেমনি বাইরে থেকে আসা পর্যটকরা কম খরচে থাকার সুযোগ পাবেন ৷