কোচবিহার , 14 এপ্রিল : আয় বাড়াতে লকডাউনের মাঝেই তিনটি বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌরসভা । ট্রেড লাইসেন্স, নামজারি ও গৃহপরিকল্পনা সম্মতিমূলক বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রতি সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত বিভাগগুলি খোলা থাকবে ৷ সময় সকাল দশটা থেকে দুপুর দেড়টা ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে । এই লকডাউনের কারণে অফিস-আদালত সব বন্ধ । কার্যত বন্ধ কোচবিহার পৌরসভাও । এই পরিস্থিতিতে আয় বাড়াতে ট্রেড লাইসেন্স , নামজারি ও গৃহপরিকল্পনা সম্মতিমূলক বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা ।
পৌর কর্তৃপক্ষের দাবি, লকডাউনের জেরে পৌরসভার কর আদায় সহ সমস্ত আয়ের উৎস বন্ধ রয়েছে । ফলে অস্থায়ী কর্মীদের বেতন দিতে সমস্যায় পড়তে হবে পৌরসভাকে । বাধ্য হয়ে ওই বিভাগগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।