কোচবিহার, 23 এপ্রিল : করোনা পরিস্থিতির মধ্যেও এ বছর কোচবিহারে, 100 দিনের কাজের লক্ষ্যমাত্রা অনেকটাই ছাপিয়ে গিয়েছে। গত বছর করোনার দাপটে কাজের গতি কিছুটা মন্থর হলেও পরে তা অনেকটাই গতি পায় ৷ এমনটাই খবর জেলা প্রশাসন দফতরের ৷
জেলায় অর্থবর্ষে শুরুতে 1 কোটি 21 লাখ 31 হাজার 254 টি শ্রম দিবস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয় ৷ কিন্তু বাস্তবে দেখা গেল , অনেক বেশি শ্রমদিবস তৈরি করা গিয়েছে ৷ কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত অর্থবর্ষে শ্রমদিবস তৈরির যে লক্ষ্যমাত্রা নেওয়া হয় , তার পুরোটাই সংশ্লিষ্ট অর্থবর্ষের নভেম্বরেই পূরণ হয়ে যায় ৷ এরপর সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে 1 কোটি 76 লাখ 42 হাজার 56 টি শ্রমদিবস সৃষ্টির কথা বলা হয় ৷ যার ফলে জেলায় সৃষ্টি হয় মোট 2 কোটি 44 লাখ 19 হাজার 219 টি শ্রমদিবস ৷ এই 100 দিনের কাজের ফলে জেলার মোট 5 লাখ 5 হাজার 498 টি পরিবার কাজ পেয়েছে ৷