পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা পরিস্থিতির মধ্যেও 100 দিনের কাজে লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে কোচবিহার - 100 দিনের কাজে লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে কোচবিহার

কোচবিহারে গত অর্থবর্ষের মতো চলতি অর্থবর্ষেও যাতে বেশি শ্রমদিবস সৃষ্টি করা যায়, সেজন্য আরও বেশি মানুষকে ১০০ দিনের কাজের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়েছে কোচবিহারের জেলা প্রশাসন দফতর ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Apr 23, 2021, 1:07 PM IST

কোচবিহার, 23 এপ্রিল : করোনা পরিস্থিতির মধ্যেও এ বছর কোচবিহারে, 100 দিনের কাজের লক্ষ্যমাত্রা অনেকটাই ছাপিয়ে গিয়েছে। গত বছর করোনার দাপটে কাজের গতি কিছুটা মন্থর হলেও পরে তা অনেকটাই গতি পায় ৷ এমনটাই খবর জেলা প্রশাসন দফতরের ৷

জেলায় অর্থবর্ষে শুরুতে 1 কোটি 21 লাখ 31 হাজার 254 টি শ্রম দিবস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয় ৷ কিন্তু বাস্তবে দেখা গেল , অনেক বেশি শ্রমদিবস তৈরি করা গিয়েছে ৷ কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত অর্থবর্ষে শ্রমদিবস তৈরির যে লক্ষ্যমাত্রা নেওয়া হয় , তার পুরোটাই সংশ্লিষ্ট অর্থবর্ষের নভেম্বরেই পূরণ হয়ে যায় ৷ এরপর সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে 1 কোটি 76 লাখ 42 হাজার 56 টি শ্রমদিবস সৃষ্টির কথা বলা হয় ৷ যার ফলে জেলায় সৃষ্টি হয় মোট 2 কোটি 44 লাখ 19 হাজার 219 টি শ্রমদিবস ৷ এই 100 দিনের কাজের ফলে জেলার মোট 5 লাখ 5 হাজার 498 টি পরিবার কাজ পেয়েছে ৷

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে , চলতি অর্থবর্ষে অর্থাৎ 2021-22 এর অর্থবর্ষে জেলায় 1 কোটি 31 লাখ 65 হাজার 431 টি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে। জেলায় গত অর্থবর্ষের মতো এ বছরও নির্দিষ্ট লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে। এ জন্য নির্দিষ্ট প্রকল্প গ্রহণ, এলাকায় এলাকায় স্থায়ী সম্পদ গড়ে তোলা হয়েছে ৷ আরও বেশি মানুষকে 100 দিনের কাজের আওতায় নিয়ে আসার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফিরহাদ হাকিমকে অবিলম্বে গ্রেফতারের দাবি রুদ্রনীলের

জেলায় 100 দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কিংশুক মাইতি বলেন," গত বছর করোনা পরিস্থিতির জন্য প্রথমদিকে কাজের গতি কিছুটা মন্থর থাকলেও পরবর্তীতে তা গতি পায় এবং লক্ষ্যমাত্রার অনেক বেশি শ্রম দিবস তৈরি করা গিয়েছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details