পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কোচবিহারে টাস্ক ফোর্সের আগাম বৈঠক - corona 3rd wave

চিকিৎসকদের আশঙ্কা , করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ পরিস্থিতি যাতে নাগালের মধ্যে থাকে , সেজন্য আজ কোচবিহারের টাস্ক ফোর্সের তরফে বৈঠক করলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান সহ টাস্ক ফোর্সের অন্য সদস্যরা ৷

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কোচবিহারে টাস্ক ফোর্সের আগাম বৈঠক
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কোচবিহারে টাস্ক ফোর্সের আগাম বৈঠক

By

Published : Jun 15, 2021, 10:35 PM IST

কোচবিহার, 15 জুন : করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী ৷ আশঙ্কা চিকিৎসক মহলের ৷ সেইমতো পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় , সেইমতো আগাম বৈঠক করল কোচবিহারের টাস্ক ফোর্স ৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যা যা পদক্ষেপের ঘাটতি ছিল , তা যাতে তৃতীয় ঢেউ মোকাবিলায় সমস্যার কারণ না হয় , সেদিকে বাড়তি নজর দিতেই আজকের বৈঠক ৷

এবিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন , " আজকের বৈঠকে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি আসন্ন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় যাতে কোনও ঘাটতি না থাকে , সেদিকেও বাড়তি সতর্কতা নেওয়া হয় ৷ হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নতিতে কোনও রদবদল আনা যায় কিনা , সেবিষয়েও আলোচনা চলে ৷" এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সহ পুলিশ , মেডিক্যাল কলেজের অধ্যক্ষ , জেলাস্তরের একাধিক আধিকারিক ৷

কোচবিহারে টাস্ক ফোর্সের আগাম বৈঠকে কোচবিহারের জেলাশাসক

কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর,করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে জেলায় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে। গতকাল জেলায় 182 জনের দেহে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 1 হাজার 146 জন। এদের মধ্যে 136 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্যরা সেফ হোম কিংবা হোম আইসোলেশনে রয়েছেন।

ইতিমধ্যে জেলার 3 লাখ 23 হাজার 512 জনকে প্রথম ডোজ় এবং 94 হাজার 970 জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে ।

আরও পড়ুন :এলজেপি-তে সভাপতির পদ খোয়ালেন রামবিলাসের চিরাগ

ABOUT THE AUTHOR

...view details