কোচবিহার, 15 জুন : করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী ৷ আশঙ্কা চিকিৎসক মহলের ৷ সেইমতো পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় , সেইমতো আগাম বৈঠক করল কোচবিহারের টাস্ক ফোর্স ৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যা যা পদক্ষেপের ঘাটতি ছিল , তা যাতে তৃতীয় ঢেউ মোকাবিলায় সমস্যার কারণ না হয় , সেদিকে বাড়তি নজর দিতেই আজকের বৈঠক ৷
এবিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন , " আজকের বৈঠকে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি আসন্ন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় যাতে কোনও ঘাটতি না থাকে , সেদিকেও বাড়তি সতর্কতা নেওয়া হয় ৷ হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নতিতে কোনও রদবদল আনা যায় কিনা , সেবিষয়েও আলোচনা চলে ৷" এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সহ পুলিশ , মেডিক্যাল কলেজের অধ্যক্ষ , জেলাস্তরের একাধিক আধিকারিক ৷