কোচবিহার, 17 অক্টোবর : আগামী 30 অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ তার আগে কোচবিহারে বিজেপির সংগঠনে বড় ধাক্কা ৷ তৃণমূলে যোগ দিলেন বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক সুদেব কর্মকার ৷ তাঁর সঙ্গে ব্লক স্তরের একাধিক নেতা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে ৷ রবিবার দিনহাটা সুভাষ ভবনে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ৷ রাজ্য সরকারের উন্নয়নের শরিক হতেই তাঁর দলবদলের সিদ্ধান্ত বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান সুদেব কর্মকার ৷ এ দিনের তৃণমূলে যোগদান কর্মসূচিতে কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ হাজির ছিলেন ৷
আর এই দলবদলে বেজায় অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব ৷ কারণ এ মাসেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে ৷ যে কেন্দ্রে বিজেপির প্রার্থী তথা বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক জিতেছিলেন ৷ বিজেপি বাংলায় হেরে যাওয়ায় তিনি সাংসদ পদে থেকে গিয়েছেন এবং বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন ৷ প্রসঙ্গত, এই কেন্দ্রে নিশীথ প্রামাণিক পঞ্চাশের মাত্র কিছু বেশি ভোটে জিতেছিলেন ৷ ফলে এই দলবদলে মাত্র কয়েক ভোটে জেতা দিনহাটা কেন্দ্রটিকেও হাতছাড়া করে দিতে পারে ৷ এবার সেই আশঙ্কাই করছে বিজেপি নেতৃত্ব ৷