তুফানগঞ্জ, 25 অগস্ট:বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ঘুরতে গিয়ে অকালে ঝড়ে গেল একটি প্রাণ ৷ দুর্ঘটনায় মৃত্যু হল কোচবিহারের যুবকের (Youth Died in Bike Accident in Ladakh) ৷ মৃতের নাম অরিন্দম দাস (20) ৷ তিনি স্থানীয় তুফানগঞ্জের নিউটাউন এলাকার বাসিন্দা ৷
জানা গিয়েছে, গত 14 অগস্ট তুফানগঞ্জ শহরের আট যুবক নিউ কোচবিহার থেকে তিনটি বাইক নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন। গন্তব্য ছিল লাদাখ ৷ এরপর দিল্লি পৌঁছে আরও একটি বাইক ভাড়া নিয়ে চারটি বাইকে লাদাখের উদ্দেশে রওনা দেন তাঁরা । সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ইন্দো-চিন সীমান্তের উমলিং লা পাসে দুর্ঘটনার কবলে পড়ে অরিন্দম দাসের বাইকটি। সেসময়ে তাঁর বাইকে ছিলেন সৌরভ মণ্ডল নামে আরেক যুবক।