পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kanyashree Scheme : কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে সেরা কোচবিহার

প্রতি বছর 14 অগস্ট কন্যাশ্রী দিবস পালিত হয় ৷ সেদিনই রাজ্য সরকার কলকাতায় কোচবিহার জেলা প্রশাসনের হাতে কন্যাশ্রী প্রকল্পের ভাল কাজের পুরস্কার তুলে দেবে ।

cooch behar will get prize from west bengal government for their good work in kanyashree scheme
Kanyashree Scheme : কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে সেরা কোচবিহার

By

Published : Aug 13, 2021, 2:08 PM IST

কোচবিহার, 13 অগস্ট :কন্যাশ্রীতে (Kanyashree) ভাল কাজের জন্য পুরস্কার পাচ্ছে কোচবিহার (Cooch Behar) জেলা । আগামী 14 অগস্ট রাজ্য সরকারের (West Bengal Government) তরফে কলকাতায় কোচবিহার জেলা প্রশাসনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করা, নবীকরণ করা, কে ওয়ান এবং কে টু, এই দুই প্রকল্পে আবেদনের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা-সহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই এই পুরস্কার দেওয়া হচ্ছে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘‘কন্যাশ্রী প্রকল্পে ভাল কাজের জন্য রাজ্যে সেরা জেলাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার জেলা ।’’

আরও পড়ুন :chitmahal : ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বর্ষ পূর্তিতে সাবেক ছিটে উড়ল জাতীয় পতাকা

কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের শুরু থেকেই কন্যাশ্রী প্রকল্পে জোর দেওয়া হয় । জেলা প্রশাসনের কর্তারা জেলার বিভিন্ন স্কুলের সঙ্গে সমন্বয় সাধন করে সময়মতো কন্যাশ্রীর ফর্ম পূরণ করানোর ব্যবস্থা করেন ৷ কে ওয়ান এবং কে টু আবেদনকারীদের প্রকল্পে অন্তর্ভুক্ত করার কাজ দ্রুত শেষ করা হয় ৷ প্রকল্পের পুরনো উপভোক্তাদের নবীকরণ করানো-সহ বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয় । আর এই কাজগুলো যাতে ঠিকমতো চলে সেই জন্য নিয়মিত নজরদারি চালানো হয় ।

জেলা প্রশাসনের দাবি, আর এসব কারণেই রাজ্য সরকার কোচবিহার জেলাকে এই প্রকল্পে অন্যতম সেরা হিসাবে বেছে নিয়েছে । পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার ফলে কোচবিহার জেলায় স্কুলছুটের সংখ্যা অনেকটা কমেছে বলে শিক্ষকদের একাংশের অভিমত ৷ চলতি বছরে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেশি ছিল এই জেলায় ৷ তার সঙ্গে পাশের হারের ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে ছিল ৷

আরও পড়ুন :অগস্টে অফলাইন ক্লাসে ফিরবে কোচবিহার মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রকল্পের সূচনা করেন ৷ মেয়েদের শিক্ষার প্রসারে এই প্রকল্প চলে ৷ ছাত্রীদের মাসিক ভাতা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে ৷ এর ফলে প্রত্যন্ত গ্রামগুলিতে স্কুলছুটের সংখ্যা কমেছে ৷ অনেকে জায়গায় তৈরি হয়েছে কন্যাশ্রী ক্লাব ৷ সেখানে ছাত্রীরা স্কুলছুটদের স্কুলে আনার ব্যবস্থা করছে ৷ এমনকী বাল্যবিবাহ ঠেকাতে ছাত্রীরা অগ্রণী ভূমিকা নিচ্ছে ৷

মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছে ৷ প্রতি বছর 14 অগস্ট কন্যাশ্রী দিবস (Kanyashree Day) হিসেবে পালিত হয় ৷ সেখানেই প্রকল্পে ভাল কাজের জন্য বিভিন্ন জেলাকে পুরস্কৃত করা হয় সরকারের পক্ষ থেকে ৷ এবার সেই তালিকায় রয়েছে কোচবিহারও ৷

আরও পড়ুন :JU : রাস্তার উপর প্লাস্টিক বিছিয়ে চলছে ক্লাস, স্কুল-কলেজ চালুর দাবিতে প্রতীকী প্রতিবাদ যাদবপুরের পড়ুয়াদের

ABOUT THE AUTHOR

...view details