কোচবিহার, 12 অক্টোবর:কোচবিহার জেলা তৃণমূল সভাপতি (Cooch Behar TMC President) অভিজিৎ দে ভৌমিকের ফেসবুক পেজ হ্যাক (FB Page Hacked) করার অভিযোগ উঠল ৷ তাঁর প্রোফাইল ছবি বদলে সেই জায়গায় দেওয়া হয়েছে ভোজপুরি নাচের ছবি । এই ঘটনা প্রকাশ্য আসতেই হইচই পড়ে গিয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে । অভিযোগের তির বিজেপির আইটি সেলের দিকে (BJP IT cell)৷
মঙ্গলবার রাতে হঠাৎ বিষয়টি সামনে আসে । যদিও জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, এর আগে 30 অগস্ট এ ধরনের ঘটনা ঘটেছিল । মঙ্গলবারও একই ঘটনা ঘটল । ফেসবুক পেজ হ্যাক করার পেছনে বিজেপির আইটি সেলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ নিজের অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অভিযোগ তুলে একটি পোস্ট করেছেন তিনি । এছাড়াও তিনি সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করেও এই অভিযোগ জানিয়েছেন ৷
গত 1 অগস্ট কোচবিহার জেলা তৃণমুল সভাপতির দায়িত্বে আসেন অভিজিৎ দে ভৌমিক । এরপর গত 31 অগস্ট তাঁর ফেসবুক পেজে অন্য কিছু ছবি দেওয়া হয় । সে সময় সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানান, " Avijit De Bhowmik Hippy অভিজিৎ দে ভৌমিক হিপ্পি এই পেজটি থেকে আমি কোনও পোস্ট করতে পারছি না । আমি অপর একজনকে অ্যাডমিন করেছিলাম ৷ তার নাম উজ্জ্বল রায় ৷ সে আমার পোস্টগুলো করছে । দেখা যাচ্ছে গতকাল রাত থেকেই আমাকে তৃতীয় কোনও ব্যক্তি আমার পেজ থেকে রিমুভ করে দিয়েছেন । এটা কী করে সম্ভব হল বুঝতে পারছি না । আমার পেজ থেকে আমাকেই রিমুভ করে দেওয়া হচ্ছে ।"