পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

FB Page Hacked: কোচবিহারে তৃণমুল সভাপতির ফেবু পেজ হ্যাক ! অভিযোগ বিজেপির আইটি সেলের বিরুদ্ধে

কোচবিহারে তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের (Cooch Behar TMC President) ফেসবুক পেজ হ্যাক করার (FB Page Hacked) অভিযোগ উঠল বিজেপির আইটি সেলের (BJP IT cell) বিরুদ্ধে ৷

cooch-behar-tmc-president-points-finger-to-bjp-it-cell-for-hacking-his-facebook-page
থাম্বনেইল

By

Published : Oct 12, 2022, 5:16 PM IST

কোচবিহার, 12 অক্টোবর:কোচবিহার জেলা তৃণমূল সভাপতি (Cooch Behar TMC President) অভিজিৎ দে ভৌমিকের ফেসবুক পেজ হ্যাক (FB Page Hacked) করার অভিযোগ উঠল ৷ তাঁর প্রোফাইল ছবি বদলে সেই জায়গায় দেওয়া হয়েছে ভোজপুরি নাচের ছবি । এই ঘটনা প্রকাশ্য আসতেই হইচই পড়ে গিয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে । অভিযোগের তির বিজেপির আইটি সেলের দিকে (BJP IT cell)৷

মঙ্গলবার রাতে হঠাৎ বিষয়টি সামনে আসে । যদিও জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, এর আগে 30 অগস্ট এ ধরনের ঘটনা ঘটেছিল । মঙ্গলবারও একই ঘটনা ঘটল । ফেসবুক পেজ হ্যাক করার পেছনে বিজেপির আইটি সেলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ নিজের অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অভিযোগ তুলে একটি পোস্ট করেছেন তিনি । এছাড়াও তিনি সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করেও এই অভিযোগ জানিয়েছেন ৷

গত 1 অগস্ট কোচবিহার জেলা তৃণমুল সভাপতির দায়িত্বে আসেন অভিজিৎ দে ভৌমিক । এরপর গত 31 অগস্ট তাঁর ফেসবুক পেজে অন্য কিছু ছবি দেওয়া হয় । সে সময় সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানান, " Avijit De Bhowmik Hippy অভিজিৎ দে ভৌমিক হিপ্পি এই পেজটি থেকে আমি কোনও পোস্ট করতে পারছি না । আমি অপর একজনকে অ্যাডমিন করেছিলাম ৷ তার নাম উজ্জ্বল রায় ৷ সে আমার পোস্টগুলো করছে । দেখা যাচ্ছে গতকাল রাত থেকেই আমাকে তৃতীয় কোনও ব্যক্তি আমার পেজ থেকে রিমুভ করে দিয়েছেন । এটা কী করে সম্ভব হল বুঝতে পারছি না । আমার পেজ থেকে আমাকেই রিমুভ করে দেওয়া হচ্ছে ।"

আরও পড়ুন:দিনহাটায় বিগ বাজেটের অধিকাংশ পুজোই তৃণমূলের হেভিওয়েটদের নিয়ন্ত্রণে

এরপর মঙ্গলবার রাতে হঠাৎ করে দেখা যায় তাঁর ফেসবুক পেজের প্রোফাইলে ভোজপুরি নাচের ছবি । এই বিষয়টি প্রকাশ্যে আসতে হইচই পড়ে যায় । যদিও কিছুক্ষণ পর জেলাসভাপতি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে অভিযোগ করেন যে, বিজেপির আইটি সেল এই ঘটনা ঘটিয়েছে । তিনি লেখেন, "https://www.facebook.com/hippycob এই পেজটির আমি অ্যাডমিন নই । বেশ কিছুদিন আগেই এটা হ্যাকার হ্যাক করেছে ৷ বেশ কিছুদিন যাবৎ ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে কোনও ফল পাইনি ৷ ওরা বলেছে, ইন্টারনাল প্রবলেমের জন্য আমার সমস্যা সমাধান হচ্ছে না । আমার বিশ্বাস, এর সাথে বিজেপির আইটি সেল যুক্ত । এই পেজ থেকে যে কোনও পোস্টের দায়িত্ব এখন আমার নেই । "

যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি । বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, নিজের গুরুত্ব বাড়াতে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন তৃণমূলের জেলা সভাপতি ৷

ABOUT THE AUTHOR

...view details