কোচবিহার, 21 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana Controversy) শাসকদলের নেতা থেকে পঞ্চায়েত প্রধানদের নাম চলে আসায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস (Cooch Behar News)। কারণ বহু গরিব মানুষ আছেন যাঁদের নাম প্রাপকদের তালিকায় নেই, অথচ দলের এমন অনেক সচ্ছল নেতাকর্মী রয়েছেন যাঁদের নাম তালিকায় রয়েছে । আর এমনটা চলতে থাকলে পঞ্চায়েত নির্বাচনে অস্বস্তিতে পড়তে হবে, এটা বুঝতে পেরেই এ বার প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana Scheme) ঘর না নেওয়ার জন্য নির্দেশিকা জারি করল জেলা তৃণমূল নেতৃত্ব (Cooch Behar TMC)।
কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন এবং তিনি জানিয়েছেন যে, দলের পঞ্চায়েত সদস্য/পঞ্চায়েত পদপ্রার্থী কিংবা তাঁদের ঘনিষ্ঠদের নাম যোজনার প্রাপকদের তালিকায় থাকলেও তা আত্মত্যাগ করতে হবে ৷ আর এ ভাবেই বিজেপির স্বজনপোষণের অভিযোগের মুখে ঝামা ঘসে দেওয়া যাবে । যদিও গোটা বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কোচবিহার জেলাতে খসড়া তালিকা প্রকাশ হয় । খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় যে, বহু এলাকাতে গ্রাম পঞ্চায়েত প্রধান পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নাম রয়েছে ওই খসড়া তালিকায় । কোনও কোনও ক্ষেত্রে আবার তৃণমূল নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের নামও রয়েছে । অথচ প্রকৃত গরিব যাঁরা তাঁদের সেই তালিকায় নাম নেই । ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এ নিয়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে । আর এই ক্ষোভ যদি চলতে থাকে, তাহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলে খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৃণমূল নেতৃত্বের । আর সেই কারণেই এ বার আসরে নামল জেলা তৃণমূল নেতৃত্ব ।