পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Scrab Typhus : কোচবিহারে স্ক্রাব টাইফাস আতঙ্ক - কোচবিহারে স্ক্রাব টাইফাস আতঙ্ক

কোচবিহারে হদিশ মিলল স্ক্রাব টাইফাস আক্রান্তের ৷ বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন স্বরসতী মণ্ডল নামে এক মহিলা ৷ সম্প্রতি কোচবিহার এমজেএন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরীক্ষার পরেই ধরা পড়ে ওই মহিলার মধ্যে স্ক্রাব টাইফাসের জীবাণুর সংক্রমণ হয়েছে (cooch behar scrub typhus fear) ৷

Scrab Typhus
কোচবিহারে স্ক্রাব টাইফাস আতঙ্ক

By

Published : May 23, 2022, 5:09 PM IST

কোচবিহার, 23 মে: কোচবিহারের মাথাভাঙ্গা দুই ব্লকের প্রেমেরডাঙ্গানা এলাকায় স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিস মিলল । মাথাভাঙা দুই নম্বার ব্লকে প্রেমেরডাঙ্গা বাজার সংলগ্ন খট্টিমারি গ্রামের বাসিন্দা সরস্বতী মণ্ডল (42) বেশ কিছু ধরে জ্বরে ভুগছিলেন । এরপর পরিবারের লোকের রবিবার তাঁকে কোচবিহার এমজেএন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করে (cooch behar scrub typhus fear)।

সোমবার পরীক্ষার পর জানা যায়, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন ওই মহিলা। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে ৷ এর আগেও গত 18 মে একই গ্রামের আরও এক এক ব্যক্তির স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছিলেন । পরপর এই সংক্রমণে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ বাসিন্দারা এই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে স্থানীয়রা । প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান কল্পনা বর্মন জানান, বিষয়টি সম্পর্ক আমার এই মুহূর্তে জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি ৷

আরও পড়ুন : Scrub Typhus in Siliguri : শিলিগুড়ির নয়া আতঙ্ক স্ক্রাব টাইফাস, আক্রান্ত চার বছরের শিশু

স্ক্রাব টাইফাস কি ?

স্ক্রাব টাইফাস শব্দটি গ্রিক শব্দ Typhus থেকে এসেছে ৷ যার অর্থ হল ধোঁয়াটে বা অস্পষ্ট । ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের মতো একপ্রকার পরজীবী মাকড়ের কামড় থেকে এই এই রোগের জীবাণু মানব দেহে ছড়ায় । ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের আকার হয় 0.2 মিলিমিটার থেকে 0.4মিলিমিটার পর্যন্ত হয় । এটি একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ ।

উপসর্গ কি ?

চিকিৎসকরা জানাচ্ছেন, স্যাতসেতে ঝোপঝাড়ে জন্মানো এক ধরনের মাকড়ের কামড় থেকে স্ক্রাব টাইফাসের জীবাণু শরীরে ঢোকার পর জ্বর আসে । প্রায় সপ্তাহ খানেক জ্বর আর বমির পর দ্বিতীয় সপ্তাহে শুরু হয় বেশ কিছু শারীরিক জটিলতা ।

ABOUT THE AUTHOR

...view details