পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Rasmela : রাসমেলার সরকারি অনুষ্ঠানে ব্রাত্য বিজেপির দুই জনপ্রতিনিধি, বিতর্ক কোচবিহারে - Trinamool Congress

কোচবিহারে আজ রাসমেলার উদ্বোধন ৷ সেখানে রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের নেতারা আমন্ত্রণ পেয়েছেন ৷ কিন্তু ডাকা হয়নি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দেকে ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

cooch behar municipality exclude local bjp mp mla from rasmela inauguration
Cooch Behar Rasmela : রাসমেলার সরকারি অনুষ্ঠানে ব্রাত্য বিজেপির দুই জনপ্রতিনিধি, বিতর্ক কোচবিহারে

By

Published : Nov 18, 2021, 3:51 PM IST

কোচবিহার, 18 নভেম্বর : রাসমেলার সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল না কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ ও স্থানীয় বিধায়ককে ৷ এমনই অভিযোগ উঠেছে কোচবিহারে ৷ অভিযোগ, বিজেপির জনপ্রতিনিধি হওয়ায় আমন্ত্রণ পাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও কোচবিহারের দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে ৷

কোচবিহার পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজক ৷ ওই পৌরসভার প্রশাসক বোর্ড এখন তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে ৷ তারা অবশ্য এই নিয়ে বিতর্কের কিছু দেখছে না ৷ তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের কোনও অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রতিনিধিদের ডাকা হয় না ৷ তাই রাসমেলায় বিজেপির নিশীথ ও নিখিলকে ডাকা হয়নি ৷

আরও পড়ুন :Tathagata Roy : চালচলনে বদল না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী, ফের তথাগতর নিশানায় বঙ্গ-বিজেপি

যদিও এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মদনমোহনের শহরে ৷ তৃণমূলের এই অসৌজন্যমূলক আচরণের সমালোচনা করেছেন অনেকে ৷ আবার বিজেপি গোটা ঘটনায় বিচারের ভার কোচবিহারের মানুষ ও মদনমোহনের উপর ছেড়ে দিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন আজ, বৃহস্পতিবার রাত 9 টায় কোচবিহার মদনমোহন বাড়িতে রাসচক্র ঘুরিয়ে 200 বছরের প্রাচীন কোচবিহার রাস উৎসবের সূচনা করবেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান । তার আগে সন্ধ্যা সাড়ে 5 টায় রাসমেলার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ।

আরও পড়ুন :Dilip Ghosh-Prabir Ghoshal : প্রবীর ঘোষালকে তৃণমূলের ‘এঁদো পুকুরে’ যাওয়ার পরামর্শ দিলীপের

সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা পঞ্চানন অনুগামী গিরীন্দ্রনাথ বর্মন, বিধায়ক উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা ও দায়রা জজ পার্থপ্রতীম চক্রবর্তী, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়, কোচবিহার শহর ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রমুখ ।

শাসকদল পরিচালিত পৌরসভার উদ্যোগে আয়োজিত এই মেলায় শাসকদলের ছোট বড় নেতারা আমন্ত্রণ পেলেও জেলার একমাত্র সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, এলাকার বিধায়ক নিখিলরঞ্জন দে আমন্ত্রণ না পাওয়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ।

আরও পড়ুন :Coochbehar Rash Mela : টানা একমাস নিরামিষ খেয়ে রাসচক্র তৈরি করেন আলতাফ

বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ‘‘কোচবিহারের রাজাদের আমলে শুরু হয়েছিল রাসমেলা । তখন থেকেই সর্বধর্ম সমন্বয়ে এই মেলা অনুষ্ঠিত হয় । অথচ দেখা যাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল পরিচালিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আমি এলাকার বিধায়ক হওয়া সত্ত্বেও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি ।’’

গোটা বিষয়টি নিয়ে কোচবিহার পৌরসভার প্রশাসক মিনা তর কোনও মন্তব্য করতে চাননি । তবে কোচবিহার শহর ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘বিজেপির কাছ থেকে আমাদের সৌজন্য শিখতে হবে না । ওরা বিভিন্ন ভাবে আমাদের বঞ্চিত করে রেখেছে ।’’

আরও পড়ুন :Udayan Guha : সিতাইয়ে গুলি চালানোর ঘটনায় বিএসএফকেই কাঠগড়ায় তুললেন উদয়ন

তৃণমূল-বিজেপির এই রাজনৈতিক চাপানউতোর এখন কোন দিকে গড়ায় সে দিকে তাকিয়ে কোচবিহারের রাজনৈতিক মহল ।

ABOUT THE AUTHOR

...view details