কোচবিহার, 9 ফেব্রুয়ারি: অসমে ইটভাঁটার কাজে গিয়ে উধাও পরিযায়ী শ্রমিক । প্রায় দেড় মাস হল তাঁর কোনও সন্ধান মেলেনি বলে অভিযোগ পরিবারের । বাড়ি ফিরবেন বলে জানান, কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ নেই মনপ্রসাদ ডাকুয়ার । তাঁর বাড়ি কোচবিহারের মাথাভাঙার চোঙারখাতা খাগড়িবাড়ি এলাকায় । ওই নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবার তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনছে । টানা কয়েকদিন প্রতিক্ষার পর তিনি না-ফিরলে নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। তাঁদের আশংকা হয়ত অপহরণ করা হয়েছে মনপ্রসাদকে (Cooch Behar Migrant Worker Missing in Assam) ।
জানা গিয়েছে, আর্থিক অনটন ফেরাতে সুদূর অসমে কমলারঝাড়িতে একটি ইটভাঁটায় কাজ করতে গিয়েছিলেন শ্রমিক । কিন্তু দেড় মাস আগে তিনি পরিবারের লোকজনকে জানিয়েছেন বাড়ি ফিরবেন । তারপর এতটা সময় পেরিয়ে গেলেও ফেরেননি ৷ তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার । এমনকী অসমে গিয়ে খুঁজেও এসেছেন পরিবারের সদস্যরা । সেখানেও সন্ধান পাওয়া যায়নি মনপ্রসাদ ডাকুয়া নামে ওই পরিযায়ী শ্রমিকের । এই গোটা ঘটনায় চিন্তিত তাঁর পরিবার । মনপ্রসাদের সন্ধান না-পেয়ে অবশেষে বুধবার মাথাভাঙা থানায় নিখোঁজ ডায়রি করেছেন তাঁর স্ত্রী ।