পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MD Course In Cooch Behar Medical College: কোচবিহার মেডিক্যাল কলেজে চালু হচ্ছে এমডি কোর্স

কোচবিহার মেডিক্যাল কলেজে এমডি কোর্স চালু করা হচ্ছে (MD Course In Cooch Behar Medical College)। কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। এর জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভবনের পাশে আটতলা ভবন গড়ে তোলা হবে।

Cooch Behar Medical College New MD Course
কোচবিহার মেডিকেল কলেজে MD কোর্স চালুর পরিকল্পনা

By

Published : Mar 8, 2022, 6:45 PM IST

কোচবিহার,৮ মার্চ: কোচবিহার মেডিক্যাল কলেজে চালু হচ্ছে এমডি কোর্স। এই কোর্সে মোট ৮৪টি আসন থাকবে। এর জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভবনের পাশে আটতলা ভবন গড়ে তোলা হবে। সেখানেই ডাক্তারির স্নাতকোত্তর কোর্স পড়ানো হবে। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, নতুন ভবন গড়ে তোলার জন্য গত সপ্তাহে একটি দল এসে পরিদর্শন করে গিয়েছে। তারা ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করবে। এরপর ভবন তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যে এই কাজের জন্য ৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে (Cooch Behar Medical College MD Course Start) ৷

কোচবিহার মেডিক্যাল কলেজের সুপার ডাঃ রাজীব প্রসাদ বলেন, ‘‘কোচবিহার মেডিক্যাল কলেজে এমডি কোর্স চালু করা হচ্ছে। ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।’’ বছর চারেক আগে কোচবিহার এমজেএন হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হয়। প্রথমদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অস্থায়ীভাবে ক্লাস হত। পাশাপাশি কোচবিহারের কৃষি খামারের জমিতে স্থায়ীভাবে মেডিক্যাল কলেজের নতুন ভবন গড়ে তোলার কাজ শুরু হয়। গত বিধানসভা নির্বাচনের আগে মেডিক্যাল কলেজের কাজ শেষ হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেখানে ক্লাস স্থানান্তর করা হয়। সেখানেই চলে পঠন-পাঠন। ততদিনে দ্বিতীয় ব্যাচের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে যান। বর্তমানে তৃতীয় ব্যাচের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে গিয়েছেন। প্রতিটি ব্যাচে ১০০ জন করে ডাক্তারি পড়ুয়া রয়েছেন। বর্তমানে নতুন বিল্ডিংয়ে তাঁদের ক্লাস হয়।

আরও পড়ুন:মেডিক্য়ালে বেঁধে দেওয়া হল ওষুধ দেওয়ার সময়সীমা, প্রতিবাদে চিকিৎসক সংগঠন

এবার আগামী দিনে নতুন করে এমডি কোর্স চালুর পরিকল্পনা নিয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আর এই কোর্স চালু হলে এখানে চিকিৎসা পরিষেবা অনেকটা উন্নতি হবে বলে চিকিৎসক মহলের অভিমত।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details