কোচবিহার, 11 ফেব্রুয়ারি: কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালুর দিন পিছিয়ে গেল । 15 ফেব্রুয়ারি থেকে কোচবিহার থেকে কলকাতা বিমান চালুর কথা ছিল ৷ কিন্তু পরিকাঠামোগত কিছু সমস্যার কারণে বিমান চালুর দিন পিছিয়েছে বলে জানা গিয়েছে ৷ আগামী 21 ফেব্রুয়ারি থেকে বিমান চালু হওয়ার সম্ভাবনা রয়েছে (Cooch Behar Kolkata flight service to start from February 21) । কোচবিহার বিমানবন্দর সূত্রে এমনটাই জানা গিয়েছে । তবে তার আগে 19 ফেব্রুয়ারি ট্রায়াল রান হবে।
প্রসঙ্গত, গত 3 ফেব্রুয়ারি কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের তরফে ৷ বিমানবন্দর পরিদর্শনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ঘোষণা করেছিলেন, 15 ফেব্রুয়ারি থেকে কোচবিহার -কলকাতা বিমান চলবে । উড়ান প্রকল্পে এই বিমান পরিষেবা চালু করা হবে । প্রতি টিকিটের ভাড়া পড়বে 999 টাকা । প্রথম তিনমাস এই ভাড়া থাকলেও পরবর্তীতে বিমান সংস্থার নির্ধারিত ভাড়া অনুযায়ী পরিষেবা পাওয়া যাবে বলে তিনি জানিয়েছিলেন । কিন্তু পরিকাঠামো সম্পূর্ণ না হওয়ার কারণেই পরিষেবার দিন পিছিয়ে গিয়েছে ।