কোচবিহার, 4 মে : গোষ্ঠীদ্বন্দের ছায়া কোচবিহার জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকে ৷ বৈঠকে অনুপস্থিত জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব ৷ বুধবারের কোর কমিটির বৈঠকে তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ৷ এদিনের বৈঠকে কোর কমিটির স্থায়ী সদস্য হিসাবে রবীন্দ্রনাথ ঘোষের নাম ছিল না বলে জানা গিয়েছে (cooch behar district tmc core committee meeting controversy) ৷
অন্যান্য সদস্যদের অনুপস্থিতির কারণ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় জানান, গিরীন্দ্রনাথ বর্মন হঠাৎ করে কলকাতায় চলে যাওয়ায় কোর কমিটির মিটিংয়ে অনুপস্থিত ছিলেন । বাকিরা হয়তো কোনও সমস্যার কারণে আসতে পারেননি । গত 3 মার্চ গিরীন্দ্রনাথ বর্মনকে সরিয়ে জেলা তৃণমূল সভাপতি করা হয় পার্থপ্রতিম রায়কে। গিরীন্দ্রনাথ বর্মনকে জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয় । তারপর থেকে দলে কোন্দল বাড়তে থাকে ।