পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে জোরকদমে 100 দিনের কাজ শুরুর নির্দেশ জেলা প্রশাসনের - 100 day work scheme

2020-21 অর্থবর্ষে কোচবিহার জেলায় দু'কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বেশি সংখ্যক মানুষ যাতে কাজ পায় সেজন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলাশাসক ।

ছবি
ছবি

By

Published : May 20, 2020, 9:05 PM IST

কোচবিহার, 20 মে : গ্রামাঞ্চলে অর্থনীতির হাল ফেরাতে ফের জোরকদমে 100 দিনের কাজ শুরুর নির্দেশ দিল কোচবিহার জেলা প্রশাসন। লক্ষ্যমাত্রার থেকে দ্বিগুণ কাজ ও গ্রামের মানুষকে বেশি মাত্রায় কাজ দেওয়ার জন‍্য BDO-দের নির্দেশ দিয়েছেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।

কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর, 2019-20 আর্থিক বছরে কোচবিহার জেলায় দেড় কোটি শ্রমদিবসের লক্ষ্যমাত্রা ছিল। চলতি অর্থবর্ষে আরও বেশি সংখ্যক মানুষ যাতে কাজ পায় সেই লক্ষ্যেই এগোচ্ছিল জেলা প্রশাসন। কিন্তু লকডাউনের জেরে এপ্রিলে কাজ করা যায়নি । তার উপর সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কম সংখ্যক লোক নিয়ে কাজ করার ফলে মে মাসেও কাজ সেভাবে এগোয়নি। এদিকে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার পরিযায়ী শ্রমিকরা । একে একে বাড়ি ফিরছে তারা । হাতে কাজ নেই । রোজগার বন্ধ । তাই পরিযায়ী শ্রমিকরা যাতে বেশি করে কাজ পায় সেজন্য এবছর দু'কোটি শ্রমদিবসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর সেই লক্ষ্য পূরণের জন্যই 100 দিনের কাজ দ্রুত শুরু করা হচ্ছে ।

জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "2020-21 অর্থবর্ষে কোচবিহার জেলায় দু'কোটি শ্রমদিবসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বেশি সংখ্যক মানুষ যাতে কাজ পায় সেজন্যই এই উদ্যোগ । এতে কিছুটা হলেও গ্রামীণ অর্থনীতির হাল ফিরবে ।"

ABOUT THE AUTHOR

...view details