পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Booster Dose: অগষ্টের প্রথম সপ্তাহে কোচবিহারের কলেজগুলিতে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু - Booster Dose

কোচবিহারের কলেজগুলিতে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে অগস্টের প্রথম সপ্তাহে (Booster Dose)।

Booster Dose News
কোচবিহারের কলেজগুলিতে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু

By

Published : Jul 28, 2022, 7:47 PM IST

কোচবিহার, 28 জুলাই: অগষ্টের প্রথম সপ্তাহ থেকেই কোচবিহারের কলেজগুলিতে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে (Booster Dose)। ইতিমধ্যে একাধিক কলেজের শিবিরের দিনক্ষনও চুড়ান্ত হয়ে গিয়েছে । পরবর্তীতে জেলার বাকি চার মহকুমার কলেজগুলিতেও বুস্টার ডোজ দেওয়া হবে । কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকান্ত বিশ্বাস বলেন, "বিভিন্ন কলেজে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া আগষ্ট মাসে শুরু হচ্ছে ।"
কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগে 60 বছর বা তার বেশি বয়সীদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হতো । তবে বর্তমান পরিস্থিতিতে কোভিডের সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে 18 থেকে 59 বছর বয়সীদের বিনামূল্যে করোনার প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে । জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে সাবসেন্টার গুলোতে পালা করে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে । বুধবার পর্যন্ত জেলায় সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা 187 জন । বুধবার পর্যন্ত জেলায় বুস্টার ডোজ নিয়েছে 1 লক্ষ 95 হাজার 196 জন । আরও বেশি সংখ্যক মানুষ যাতে বুস্টার ডোজ নেয় সেজন্য উদ্যোগী হয়েছে প্রশাসন । তাই কলেজ গুলিতে শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন:বিনামূল্যে বুস্টার ডোজ, টিকা নিতে 18 থেকে 59 বছর বয়সিদের লাইন

জানা গিয়েছে কোচবিহার কলেজে বুস্টার ডোজ দেওয়া হবে 2-4 অগষ্ট । পলিটেকনিক কলেজে 5 অগষ্ট । কোচবিহার বিটিঅ্যান্ড ইভনিং কলেজে 8-9 আগষ্ট এবং কোচবিহার এবিএনশীল কলেজে 10-11 অগষ্ট ।

For All Latest Updates

TAGGED:

Booster Dose

ABOUT THE AUTHOR

...view details