পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agriculture Award: সেরার শিরোপা পেল কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র - কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র

সেরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শিরোপা জিতে নিল কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র (Agricultural Award)। দেশের 731টি কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র ৷

Agriculture Reward
কৃষিবিঞ্জান কেন্দ্রের পুরস্কার পেল কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র

By

Published : Jul 17, 2022, 6:08 PM IST

কোচবিহার, 17 জুলাই:জাতীয় স্তরে সেরার শিরোপা পেল কোচবিহারের বিজ্ঞান কেন্দ্র ৷ কেন্দ্রীয় সরকারের কৃষি উন্নয়ন মন্ত্রকের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের (Indian Council of Agriculture Research) বিচারে সেরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শিরোপা জিতে নিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র । কাউন্সিলের 94তম বর্ষপূর্তিতে শনিবার "পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র প্রতসাহন পুরস্কার" পেয়ে দেশের 731টি কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র (Agricultural Award) ।

এই 731টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিগত পাঁচ বছরের কৃষি গবেষণা, কৃষকদের নিয়ে কাজের মূল্যায়নের পরই দেওয়া হয়েছে এই পুরস্কার। কৃষকদের আয় বৃদ্ধি করা থেকে শুরু করে নতুন প্রযুক্তির প্রসার-সহ মোট 19টি বিষয়ের উপর মূল্যায়ন করেছে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ । তারপরই দেওয়া হয়েছে পুরস্কার ৷ এই সংস্থার বিচারেই দেশে প্রথম স্থান পেয়েছে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র । 16 জুলাই আইসিএআর-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃষিতে উল্লেখযোগ্য সাফল্যের জন্য কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলিকে পুরস্কৃত করা হয় ।

আরও পড়ুন :কৃষক দিবসে কৃষিজীবীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর থেকে শুরু করে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ডিরেক্টর জেনারেল ডঃ ত্রিলোচন মহাপাত্র-সহ বহু বিশিষ্টরা ৷ এই অনুষ্ঠানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ স্বরূপ কুমার চক্রবর্তী এবং কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান ডঃ বিকাশ রায়ের হাতে শংসাপত্র এবং 10 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। বিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান জানান, এই পুরস্কার আগামিদিনে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে ।

ABOUT THE AUTHOR

...view details