কোচবিহার, 14 ফেব্রুয়ারি : বিতর্কের মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ছাড়া সমাবর্তন অনুষ্ঠান হল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ৷ স্থানীয় উৎসব অডিটোরিয়ামে সকাল 11 টায় সমাবর্তনের শুরুর ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় ।
রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন আজ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকলেও রাজ্যের তিন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয় বর্মণ উপস্থিত ছিলেন । সমাবর্তন শেষে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, "সরকারি বিধি অনুযায়ী রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য না থাকায় উপাচার্য হিসাবে আমি তাঁর দায়িত্ব সামলেছি ।"
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে । বিদ্যালয়ের আচার্য হওয়া সত্বেও কেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তাঁর নাম নেই এ নিয়ে টুইট করে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল । পরবর্তীতে বৃহস্পতিবার রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজ়ও করেন । এর জেরে বিশ্ববিদ্যালয় ও রাজ্যপালের মধ্যে সংঘাতের সৃষ্টি হয় । এই পরিস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠান হবে কি না এনিয়ে প্রশ্ন ওঠে ।
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের সমাবর্তন এত কিছুর পরেও শুক্রবার সকালে অনুষ্ঠান শুরু হয় । বিভিন্ন বিভাগের কৃতী ছাত্রছাত্রীদের স্বর্ণ ও রৌপ্য পদক দিয়ে সম্মান জানানো হয় । সমাবর্তন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শোকজ় প্রসঙ্গে বলেন, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি এলে অবশ্যই জবাব দেব । তবে কেন রাজ্যপাল আমন্ত্রণপত্র পাননি সে বিষয়টি খতিয়ে দেখা হবে ।" সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, "আমি যতটুকু শুনেছি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংশোধিত আইন 2019 অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছে ।"