কোচবিহার, 27 নভেম্বর: জেলার বইমেলা এতদিন সদর শহর কোচবিহারে অনুষ্ঠিত হলেও রাজ্যের গ্রন্থাগার দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবারের কোচবিহার জেলা বইমেলা অনুষ্ঠিত হবে দিনহাটা শহরে (Controversy within TMC on Cooch Behar Book Fair Venue)। আর এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই শাসকদলের অন্দরেই শুরু হয়েছে জোর বিতর্ক ৷
দিনহাটা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ'র শহর । অভিযোগ, উদয়ন গুহ প্রভাব খাটিয়ে নিজের শহরে জেলা বইমেলা(Cooch Behar Book Fair)নিয়ে গিয়েছেন । এই নিয়েই শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন কোচবিহার জেলা তৃণমূলের প্রবীণ নেতা তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । এদিন তিনি বলেন, "কী কারণে জেলা শহর ছাড়িয়ে দিনহাটাতে বইমেলার নিয়ে যাওয়া হল তা বোধগম্য নয় । এটা ঠিক হয়নি । অতীতে বাম আমলে একাধিকবার জেলা বইমেলা মহকুমা শহরে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু তাতে সফলতা আসেনি । বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার ।"
বইমেলার ভেন্যু বিতর্কে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য আরও পড়ুন :স্পোর্টস লাইব্রেরি, বইমেলা ! নতুন রূপে সেজে উঠছে বাগান
দিন দু'য়েক আগে রাজ্যের গ্রন্থাগার দফতর থেকে তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় বিভিন্ন জেলার বইমেলা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে । সেই তালিকায় দেখা যায় আগামী 27 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত আয়োজিত কোচবিহার জেলার বইমেলা এবার দিনহাটা শহরে অনুষ্ঠিত হচ্ছে । সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবর প্রথম জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । এই খবরে দিনহাটা শহরের বইপ্রেমীরা খুশি হলেও ক্ষোভ দেখা দিয়েছে কোচবিহার শহরের বইপ্রেমী মানুষদের একাংশের মধ্যে । এই নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে শাসকদলের অন্দরেও ।
কোচবিহার বইমেলার ভেন্যু নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সোশাল মিডিয়া পোস্ট যদিও এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "আমরা চাই এই বইমেলা জেলার পর্যায়ক্রমে সব মহকুমা শহরেই হোক ।" কোচবিহার শহরের বইপ্রেমীদের অভিযোগ, কোচবিহার শহরে বইমেলা হলে জেলার অন্যান্য প্রান্তের বইপ্রেমীদের কোচবিহার শহরে আসতে যতটা সুবিধা হয়, দিনহাটার ক্ষেত্রে ততটাই অসুবিধা হবে ।"
আরও পড়ুন :সন্তানকে মানুষ করতে হলে গুগলমুখো নয়, বইমুখী করুন: সব্যসাচী