পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুফানগঞ্জে তৃণমূল নেতার বিজয়ার অনুষ্ঠানে চটুল নাচ ! - Tufanganj Controversy over obscene dance

গতকাল রাতে দেওচড়াই কৃষ্ণপুর এলাকায় বিজয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়ে । সেখানে চটুল নাচের আসরও বসানো হয় । এই ধরনের আসর বসানোর অভিযোগ ওঠে তৃণমূল নেতা ফারুক মণ্ডলের বিরুদ্ধে ।

Coochbehar
অশ্লীল নাচ ঘিরে বিতর্ক তুফানগঞ্জে

By

Published : Nov 2, 2020, 12:27 PM IST

কোচবিহার , 2 নভেম্বর : বিজয়ার অনুষ্ঠানে চটুল নাচের আসর বসানোর অভিযোগে উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে । তুফানগঞ্জ দেওচড়াই এলাকার ঘটনা । কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফারুক মণ্ডলের বিরুদ্ধে এই আসর বসানোর অভিযোগ উঠেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।

গতরাতে দেওচড়াই কৃষ্ণপুর এলাকায় একটি বিজয়া সম্মালনীর আয়োজন করা হয় । সেখানে চটুল নাচের আসরও বসানো হয় । তৃণমূল নেতা ফারুক মণ্ডলই এই আসর বসিয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল নেতারাই ।

উল্লেখ্য দেওচড়াই গ্রাম পঞ্চায়েত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা এলাকা নাটাবাড়ির মধ্যে পড়ে । একসময় তৃণমূল নেতা ফারুক মণ্ডল রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন । সম্প্রতি কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছে । এরপরই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর।

গতকালের ঘটনায় রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠরা ফারুক মণ্ডলের বিরুদ্ধে এই ধরনের অনুষ্ঠান করে অশান্তির পরিবেশ তৈরি করার অভিযোগ তোলেন । যদিও অভিযোগ অস্বীকার করেন ফারুক মণ্ডল । তাঁর বক্তব্য , তিনি এই বিষয়ে কিছুই জানেন না ।

ABOUT THE AUTHOR

...view details