কোচবিহার, 27 জুলাই: বিশ্ববিদ্যালয় চত্বরে চলবে না কোনও জমায়েত ৷ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফে এই নির্দেশিকা জারি হতেই বিতর্ক দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি সোমবার এমনই এক নির্দেশিকা জারি করেছেন। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে (Controversy over Cooch Behar Panchanan Barma University Guidelines)।
2012 সালে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক, স্থায়ী ও অস্থায়ী কর্মী সব মিলিয়ে 150 জন কর্মী রয়েছেন। অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি-সহ নানা দাবি নিয়ে মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন হয়। এরইমধ্যে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে ৷ তাতে বলা হয় বিশ্ববিদ্যালয় চত্বরে মিটিং মিছিল ও জমায়েত করা যাবে না।